বেনাপোল বন্দরে আর্মড পুলিশ ক্লোজড

0
592

আশানুর রহমান আশা,বেনাপোল: বেনাপোল চেকপোষ্ট’র আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে মদসহ ভারতীয় নাগরিক আটক করে ঘুষ দাবীর অভিযোগে আশরাফুল ও রায়হান নামে দু’আর্মড পুলিশ সদস্য ক্লোজড হয়েছে।

বিজিবির গোয়েন্দা সূত্র থেকে জানা যায়,ভারতীয় নাগরিক সজল বিশ্বাস যার পাসপোর্ট নাম্বার এন-৭৬৫৬৭৪৪।সে উত্তর ২৪ পরগঁনা জেলার সরুহাট গ্রামের গোপাল বিশ্বাসের ছেলে।

রোববার (২৫ জুন) বিকালে বেনাপোল দিয়ে ট্যুরিস্ট ভিসায় সে বাংলাদেশে আসে।তার কাছে ১ বোতল মদ থাকায় আর্মড পলিশ ব্যাটালিয়নের দু’সদস্য আশরাফুল ও রায়হান তাকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল অভ্যন্তরে আটক করে। এক পর্যায় মামলার ভয় দেখিয়ে ২ হাজার টাকা ঘুষ দাবী করে। ভারতীয় নাগরিক সজল বিকাশ এ্যাকাউন্টের মাধ্যমে ১ হাজার নয়শত টাকা পরিশোধের কথা জানায়।

এ বিষয়টি তাৎক্ষনিক জানাজানি হলে বিজিবির আইসিপি ক্যাম্পের এফএস সদস্য আব্দুল করিম ভারতীয় যাত্রীসহ আর্মড সদস্যদের ক্যাম্পে নিয়ে যায়। বিষয়টি ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারের কানে পৌছে যায়।
তিনি বিষয়টি আর্মড পুলিশ ব্যাটালিয়নের উর্ধ্বোতন কর্মকর্তাকে নিষ্পত্তি করার কথা বলেন।

আর্মড পুলিশ ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক(এসআই) আজাদুর রহমান বলেন,অভিযুক্ত ২ আর্মড পুলিশ সদস্যদের মোবাইলের বিকাশ এ্যাকাউন্ট চেক করে টাকা নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি।ব্যাটালিয়নের এসপি স্যারের নির্দেশে আশরাফুল ও রায়হানকে সিসি দিয়ে বিকাল সাড়ে ৫ টার সময় খুলনাস্থ শিরোমনি হেডকোয়াটারে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here