বেনাপোল সীমান্তে ৯টি পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন সহ ইউপি সদস্য

0
270

আশানুর রহমান আশা বেনাপোল : যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯টি ম্যাগাজিন সহ হাবিবুর রহমান নামে এক ইউপি সদস্যকে আটক করেছে র্যাব।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হাবিবুর পুটখালী গ্রামের কোরবান বিশ্বাসের ছেলে ও পুটখালী ইউনিয়ন পরিষদের একজন মেম্বার।

এম সরোয়ার হুসাইন (এক্স) বি এন লে: কোম্পানি কমান্ডার যশোর র্যাব-৬ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ভারত সীমান্ত পার করে চোরাকারবারি সিন্ডিকেটের সদস্য ও পুটখালী ইউপি মেম্বার হাবিব রহমান তার বাড়িতে বিপুল পরিমানের অস্ত্রের চালান মজুদ করছে।
এমন খবরে পুটখালী তার বাড়িতে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মোতাবেক গোপন ঘর থেকে ৯টি নাইন এমএম পিস্তল, ৪৯ রাউন্ড গুলি ও ১৯ টি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে জানিয়েছেন তিনি। আটক হাবিবুর রহমানকে থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।