বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩৮ কেজি গাঁজা,ফেনসিডিল ও মদ উদ্ধারঢ

0
320

রাশেদুজ্জামান রাসেলঃ যশোরের বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর সীমান্ত এলাকা থেকে ৩৮ কেজি গাঁজা ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৩ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

রবিবার (৩১ মে) সকালে সাদিপুর সীমান্তের মাঠের মধ্যে থেকে মাদকের এ চালানটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে বিপুল পরিমাণ মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে সাদিপুর সীমান্তের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা, ১৫০বোতল ফেনসিডিল ও ৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে যায়।

বেনাপোল ৪৯ আইসিপি ক্যাম্প কমান্ডার আব্দুল ওহাব মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।