“বেনাপোল সীমা‌ন্তে অবৈধ ভাবে ভারতে পাচার কালে ১২ নারী, পুরুষ ও শিশু আটক করেছে বিজিবি”

0
485

নিজস্ব প্রতিবেদক,বেনাপোল: বেনাপোলে সীমান্তে অবৈধপ‌থে ভারতে পাচার কালে বাংলাদেশি ১২ নারী, পুরুষ ও শিশুকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় কোন পাচারকারীকে আটক করা যায়নি।

বুধবার (১৯জুলাই)দুপু‌রে বেনাপোলের সাদিপুর গ্রাম থেকে বিজিবি সদস্যরা তাদেরকে আটক করে।
আটককৃতরা হলো- নড়াইল জেলার নড়গাতি ইউনিয়নের খাশিয়াল ইউনিয়নের রউফ মোল্যার স্ত্রী স্বপ্না (৩০), ঝন্টু গাজির মেয়ে সোনিয়া (১৭) ও তার মা কেয়া বেগম (৩৫), মহিরুল তালুকদারের স্ত্রী জোছনা খাতুন (২০), ইব্রাহীমের স্ত্রী নাসরিন খাতুন (২০), লোটাস কামালের স্ত্রী জাহিদা (২৩) ও তার শিশুকন্যা ছালমা (২), হাসমত শেখের স্ত্রী সাবানা খাতুন (৩৫), ফরিদপুর জেলার ভাংগা থানার শেখ আব্দুল এর ছেলে শেখ রাসেল (২৫), একই জেলার নগরকান্দা থানার মাজেদের ছেলে আলামিন (২৫), লিপটন চৌধুরীর ছেলে শুভ (২৫) ও ভাংগা থানার সাদেকের ছেলে মাসুদ (৩৩)।

৪৯ ব্যাটালিয়ন বিজিবি জানায়, গোপন খবরে জানতে পা‌রি, ভা‌লো কা‌জের প্র‌লোভন দে‌খি‌য়ে পাচারকারীরা বেশ কিছু নারী-পুরুষ ও শিশুকে পাচার করছে ।

এসময় অভিযান চা‌লি‌য়ে ১২ জন নারী, পুরুষ ও শিশুকে আটক করা হয়।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান জানান, তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here