বেপর্দা নারীরা কাটা তরমুজের মতো- তালেবান সদস্যের এই বক্তব্য ভাইরাল

0
250

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের নারীদের অধিকারের কথা বলা হিজাব না পরা বেপর্দা নারীরা কাটা তরমুজের মতো বলে বিরূপ মন্তব্য করেছেন তালেবানের এক সদস্য। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং অনেকেই বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আবার কেউ কেউ নিন্দাও জানাচ্ছেন।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। তাদের খবরে বলা হয়েছে, তালেবানের ওই সদস্য বলেন- আপনারা কি কেউ কাটা তরমুজ কেনেন? নাকি আস্ত তরমুজ কেনেন? অবশ্যই গোটাটাই কেনেন। হিজাব না পরা বেপর্দা নারীরা হলো ‘কাটা তরমুজ’।

তালেবান কর্তার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেন বিবিসির সাংবাদিক জিয়া শাহরিয়ার। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। উল্লেখ্য ,রাজধানী কাবুল গত ১৫ আগস্ট দখল করে নেয় তালেবান। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান।