ভারতে প্রকাশ্যে চুমুর মাধ্যমে অভিনব প্রতিবাদ

0
612

ম্যাগপাই নিউজ ডেক্স : পুলিশের দাদাগিরির প্রতিবাদ জানাতে ফের ‘কিস অফ লাভ’- কে হাতিয়ার হিসেবে বেছে নিল শত শত নারী-পুরুষ। এবার ঠিকানা ভারতের কোচির মেরিন ড্রাইভ৷ যেখানে পুলিশের বিরুদ্ধে ভালবাসাকে হাতিয়ার করে সোচ্চার হয়েছে প্রতিবাদী গোষ্ঠী৷ যাদের কেউ কলেজ পড়ুয়া, কেউ চাকুরে, কেউ বা শিল্পী৷ সবাই চুম্বনকেই বেছে নিয়েছেন পুলিশের খবরদারির বিরুদ্ধে হাতিয়ার হিসেবে৷ যারা্ এই অভিনব প্রতিবাদে জড়ে হয়েছেন তাদের কোন যুগল স্বামী-স্ত্রী, কোন যুগল বন্ধু, কোন যুগল আবার প্রেমিক-প্রেমিকা।

ঘটনার সূত্রপাত হয় বুধবার যখন কোচির মেরিন ড্রাইভে ঘুরতে আসা যুগলদের নিগ্রহ করে শিবসেনার একাধিক কর্মী৷ যুগলদের রীতিমতো হেনস্তা করা হয়৷ অভিযোগ, পুলিশের চোখের সামনেই এমন ঘটনা ঘটেছে৷ কিন্তু কোনও পদক্ষেপ নেওয়া হয়নি৷ ঘটনার পর থেকেই তোলপাড় গোটা রাজ্যে৷ বিভিন্ন জায়গায় এভাবেই প্রতিবাদ জানানো হয়েছে৷ মেরিন ড্রাইভে জমায়েত হয়েছিলেন বহু মানুষ৷ কেউ একে অন্যকে চুম্বন করে প্রতিবাদ জানিয়েছেন, কেউ ছবি এঁকে সোচ্চার হয়েছে৷ অনুষ্ঠিত হয়েছে পথনাটিকাও৷

ইতোমধ্যে অভিযুক্ত কর্মীদের দল থেকে বরখাস্ত করেছে শিবসেনা৷ দলের তরফ থেকে ঘটনায় দুঃখ প্রকাশ করে সেকথা জানিয়ে দিয়েছে আদিত্য ঠাকরে৷ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতারও করা হয়েছে একাধিক ব্যক্তিকে৷ রাজ্য প্রশাসনের তরফ থেকে সাসপেন্ড করা হয়েছে মেরিন ড্রাইভের নিরাপত্তার দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টরকে৷ কয়েকজন পুলিশ কর্মীকে বদলির নির্দেশও দেওয়া হয়েছে৷ সূত্র: সংবাদ প্রতিদিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here