‘ভারত-চীনের মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা’

0
427

ম্যাগপাই নিউজ ডেস্ক: ভারত-চীনের মধ্যে পরমাণু যুদ্ধ বাধিয়ে দিতে মরিয়া হয়ে উঠেছে পাকিস্তানি মিডিয়া৷ এশিয়া মহাদেশের বৃহৎ শক্তিধর দুই রাষ্ট্রের সম্পর্ক যেভাবে ‘অবনতি’ হচ্ছে তাতে যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন৷

পাক ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে লেখা হয়েছে, গত জুন মাসের মাঝামাঝি সময় থেকে দুর্গম ‘দোকলাম’ মালভূমিতে ভারত ও চীনের সেনারা একে অপরের ‘চোখে চোখ’ রেখে চলছে৷ আর এর জেরেই ধীরে ধীরে পরিস্থিতি নাকি উত্তপ্ত হতে শুরু করেছে৷ সম্প্রতি ওই এলাকায় ভারত ও চীন উভয় পক্ষই বাড়তি সেনা পাঠিয়েছে বলেও দাবি করেছে পাক মিডিয়া৷ ফলে, ‘দোকলাম’ মালভূমি ইস্যুতে ‘যুদ্ধ শুরু হতে পারে’ বলে পাক মিডিয়ায় ফলাও করে প্রতিবেদন ছাপা হয়েছে৷

তবে পাক মিডিয়ার আশঙ্কা কিংবা অনুমান যাই হোক না কেন, ভারত ও চীন উভয়ই ভালো জানে যুদ্ধ হলে তাদের কী কী ক্ষতি হতে পারে৷ সম্পত্তির ক্ষতির পাশাপাশি, দুই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে পড়বে তা আর বলার অপেক্ষা রাখে না৷ কারণ, চীনের সব থেকে বড় বাজার ভারত৷ চীনের অর্থনৈতিক উন্নতির পেছনে ভারতের বিশেষ অবদান অস্বীকার করতে পারবে না বেইজিং সরকার৷ তবে পাশাপাশি, দুটি শক্তিধর দেশ বেড়ে উঠলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে৷ কিন্তু, সম্মুখসমরে নামার পরিস্থিতি এখনও তৈরিই হয়নি৷

সূত্র: কলকাতা টোয়েন্টিফোর সেভেন নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here