ভুটানকে উড়িয়ে সাফে দুর্দান্ত শুরু বাংলাদেশের কিশোরদের

0
359

নিজস্ব প্রতিবেদক : সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার লড়াইয়ে ভুটানকে ২-৫ গোলে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে গোল করেছেন আল আমিন রহমান, আল মিরাদ, শুভ, ইমন ইসলাম বাবু। মিরাদ করেছেন দু’টি গোল।

শুক্রবার দুপুর সাড়ে ১২টায় ভারতের পশ্চিম বাংলার কল্যাণী স্টেডিয়ামে ভুটানকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ।

শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নেমে শুরু থেকেই ভুটানের রক্ষণে হানা দিতে থাকে বাংলাদেশের কিশোররা। ম্যাচের ১৫ মিনিটে আল আমিন রহমানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু দুই মিনিট পরই সোনম চোজাং গোল করলে ভুটান ম্যাচে ফেরে।
তবে ২১ মিনিটে আল মিরাত গোল করলে আবার এগিয়ে যায় বাংলাদেশ। ৩২ মিনিটে ভুটান ফের সমতা আনে পাপ দর্জির গোলে। ৪৫ মিনিটে শুভ সরকারের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চ্যাম্পিয়নরা।

বিরতি থেকে ফিরে এসে কিছুটা এলোমেলো খেলায় দুই দুলই খেই হারিয়ে ফেলে। তবে ৮৩তম মিনিটে মিরাদের আরও একটি গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় বাংলাদেশ। এরপর যোগ করা সময়ে ফ্রি-কিক থেকে অসাধারণ এক গোল করে ভুটানের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ইমন ইসলাম বাবু।

শেষ পর্যন্ত বাংলাদেশের কিশোররা ৫-২ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২-৩ ব্যবধানে হেরেছিল ভুটান।

আগামী রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশের কিশোররা। পরে ২৭ আগস্ট নেপাল এবং ২৯ আগস্ট স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান শিরোপাধারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here