ভ্যাপসা গরম ও রোদে অতিষ্ঠ মনিরামপুর উপজেলাব্যাপী,নাভিশ্বাসে রোজাদাররা

0
1429

উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)অফিস: জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে অতিষ্ঠ যশোরের মনিরামপুর উপজেলাব্যাপী। হাঁসফাঁস গরমে শান্তির পরশ পেতে সকলে চেষ্টা করছেন নিজেদের তরফ থেকে, তবু স্বস্তি যেন অধরা।
ক্যালেন্ডারের পাতার হিসাবে জ্যৈষ্ঠ মাসে প্রখর খরতাপ থাকার কথা থাকলেও জলবায়ু পরিবর্তন জনিত কারণে এবার বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। গত দুইদিন যাবত তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় গরম বেশি অনুভব হচ্ছে।আগামী চার-পাঁচদিন বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনা বেশি। এতে গরম আরও বৃদ্ধি পেতে পারে।উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, গরমে ছোট-বড় সবার নাভিশ্বাস অবস্থা। বয়স্ক, শিশু এবং শ্রমজীবী মানুষের অবস্থা বেশি খারাপ। সূর্যের তাপ এতই বেশি যে, খোলা আকাশের নিচে হাঁটলে গরম বাতাস চোখে-মুখে লাগছে। যাত্রপথে ছাতা মাথায় দিয়ে, বাসে কিংবা যানবাহনে হাত পাখার বাতাসে গরম কমানোর চেষ্টা করছেন অনেকেই।
ভ্যাপসা গরমে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন খেটে খাওয়া মানুষ। গরমে নাকাল হয়ে রাস্তার পাশে বিক্রি হওয়া সরবতের দোকানে ভিড় করছেন অনেকে। রমজানে এমন গরমে দিনমজুর, ভ্যানচালকরা মাথায় গামছা দিয়ে রোদ থেকে বাঁচার চেষ্টা করছেন।
নাভিশ্বাসে পড়েছেন রোজাদাররাও। দুপুরের পর থেকে যেনো তাদের কঠিন পরীক্ষা চলছে।
এমনই অবস্থায় রোদ-গরমের খেলায় জীবনযাত্রা অতিষ্ঠ ও বিপর্যস্ত হয়ে পড়েছে মনিরামপুর উপজেলাব্যাপী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here