ভয়ঙ্কর! ব্রিটেনে চার ঘন্টায় প্রায় ১৫ হাজার বজ্রপাত পড়ল

0
450

ম্যাগপাই নিউজ ডেস্ক : ব্রিটেনের কয়েকটি অংশজুড়ে বজ্রঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। ঘন ঘন বজ্রপাতে রাতের আকাশ বার বার আলোকিত হয়ে উঠছে। গভীর রাতে ওই অঞ্চলে চার ঘন্টায় প্রায় ১৫ হাজার বজ্রপাতের ঘটনা হয়েছে। উত্তর দিকে বয়ে চলা এই বজ্রঝড় রবিবার সারাদিন ধরে দক্ষিণ ইংল্যান্ড, মিডল্যান্ডস্ এবং ওয়েলস পর্যন্ত বয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ব্যাপক বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস জানিয়ে ব্রিটেনের আবহাওয়া দফতর একটি ‘হলুদ’ সতর্কতা জারি করেছে।

সোমবার ভোর ৬টা পর্যন্ত বৃষ্টির এই সতর্কতা ওয়েলস, দক্ষিণ ইংল্যান্ড ও ইংল্যান্ডের কেন্দ্রীয় অংশের জন্য বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্রুত ধেয়ে আসা বন্যায় অল্প সময়ের মধ্যেই বাড়িঘর ও ব্যবসা সংস্থা ডুবে যেতে পারে। বন্যার জলের গভীরতা বেশি হতে পারে জানিয়ে কিছু ভবন বজ্রপাতে, শিলায় অথবা তীব্র বাতাসে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

শনিবার অপেক্ষাকৃত উষ্ণ একটি দিন যাওয়ার পর রাতে বজ্রঝড়ের পাশাপাশি ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here