মঙ্গল থেকে যশোর পৌর এলাকায় শুরু হবে যশোরে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

0
471

বিশেষ প্রতিনিধি : ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ইউনিয়ন পর্যায় সোমবার শেষ হয়েছে। মঙ্গলবার ২০ আগষ্ট যশোর পৌরসভা এলাকায় শুরু হবে। এ তথ্য যশোর সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে।
যশোর পৌরসভার অধীনে মঙ্গলবার ২০ আগষ্ট থেকে হালনাগাদ ভোটার কার্যক্রম পৌরসভার ১ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হবে। এই ওয়ার্ডের নতুন ভোটাগনের ছবি তোলার কার্যক্রম যশোর সরকারী সিটি কলেজে সকাল ৯টা হতে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত চলবে। ১ নং ওয়ার্ডের ৩ কলোনী সিটি কলেজ পাড়া,নীলগঞ্জ ব্রিজ এলাকা, পূর্ব বারান্দী ঢাকা রোর্ড পূর্বাংশ ও পূর্ব বারান্দি নাথপাড়া এলাকার নতুন ভোটারগনের ছবি তোলার কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২১ আগষ্ট বুধবার এই ওয়ার্ডের পূর্ব বারান্দি বটতলা ২নং কলোনী,পূর্বাংশ সরদার পাড়া মাঠ পাড়া,২২ আগষ্ট পূর্ব বারান্দি মালোপাড়া ও বারান্দি মোল্যাপাড়া দক্ষিনাংশ যশোর সরকারী সিটি কলেজ প্রাঙ্গনে ছবি তোলা কার্যক্রম অনুষ্ঠিত হবে। এছাড়া ২৪ আগষ্ট পৌরসভার ২ নং ওয়ার্ডের ছবি তোলার কার্যক্রম সম্মিলনী ইন্সটিটিউশন প্রাঙ্গন এলাকা অনুষ্ঠিত হবে। ওই তারিখে ২নং ওয়ার্ডের উত্তর লোনঅফিসপাড়া,উমেশ চন্দ্র লেন,এইচ,এম এ রোড পশ্চিম লোন অফিস পাড়া,কাপুড়িয়া পট্টি,১০নং মিস্ত্রী খানা রোডের পূর্ব লোহা পট্টি হোটেল মিড টাউন গোহাটা রোড,হাটখোলা রোড দক্ষিণ মাড়–য়াড়ী মন্দির,দড়াটানা আলী মঞ্জিল ও মসজিদ মহল্লার পশ্চিমাংশ,নীলগঞ্জ খোড়য়ার এলাকা,নাড়াইল রাজ ষ্টেট,পন্ডিত পুকুর এলাকা অম্বিকা বসুলেন ও খালধার রোড এলাকার নতুন ভোটারগনের ছবি তোলা কার্যক্রম চলবে। ২৫ আগষ্ট ২নং ওয়ার্ডের পশ্চিম বারান্দি কদমতলা,পশ্চিম বারান্দি খালধার রোড পূর্বাংশ,পশ্চিম বারান্দি নাথ পাড়া ও ১ নং কলোনী,মসজিদ মহল্লা পাড়া রোডের উত্তরাংশ,হাজী আব্দুল করিম রোড চুড়িপট্টি,হাজী আব্দুল করিম লেন মাছুয়া বাজার, লোন অফিস পাড়া প্রফুল্ল চন্দ্র রোড,হাটপট্টি হাটখোলা,হাট চান্দি বাবু বাজার ও হাজী মোহাম্মদ মহসীন রোড পশ্চিমাংশ এলাকার নবাগত ভোটারগনের ছবি তোলার কার্যক্রম শেষ হবে বলে সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here