মণিরামপুরের ঝাঁপা বাওড়ে মাছের পোনা অবমুক্ত করলেন ইজারা মালিক সোনার বাংলা মৎসজীবি সমবায় সমিতি

0
440

মণিরামপুর(যশোর)প্রতিনিধি : বহু ত্যাগ তিথীক্ষার পর অবশেষে ঝাঁপা বাওড় ইজারাদার মালিক হলেন সোনার বাংলা মৎসজীবি সমবায় সমিতি লিমিটেড। গতকাল শনিবার সমিতি কর্তৃপক্ষ বাওড়টি দখল পেয়ে আনন্দ উৎসবের মধ্যে সরকারী প্রতিনিধি স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী সমাজকে নিয়ে সর্ব প্রথম বাওড়ে মাছের পোনা অবমুক্ত করেছেন।

সমিতি কর্তৃপক্ষ সুত্রে জানা যায়, যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা মৌজার ০১ খতিয়ানের ১৯৩৮, ৩২৪৩, ৩০৩৩, ৬২৬০সহ মোট ১৪ টি দাগের ৬০৫.৯১ একর জমি বিশিষ্ট ঝাঁপা বাওড়। ৫৩ লাখ ৬৫ হাজার ইজারা মূল্য দিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে বাংলা ১৪২৪ সন হইতে ১৪২৬ সন পর্যন্ত মণিরামপুর উপজেলার রাজগঞ্জের কোমলপুর সোনার বাংলা মুৎসজীবি সমবায় সমিতি লি: ইজারা মালিক হন। খুলনা বিভাগীয় কমিশিনার এর কার্যালয় থেকে ১৮-৫-২০১৭ ইং তারিখে” ঝাঁপা বাওড়” জলমহল দখল হস্তান্তর পত্রাদী পেয়েই শনিবার সকালে সমিতি কর্তৃপক্ষ মোবারকপুর বটতলায় বাওড়ের অস্থায়ী কার্যালয়ের সামনে সমাবেত হন। সমিতির সভাপতি শ্যামল বিশ্বাসের সভাপতিত্বে ও সুবোধ বৈদ্য এর পরিচালনায় আলোচনা অনুষ্ঠানে বক্ত্য রাখেন, সরকারী প্রতিনিধি রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই আইনুদ্দীন, ঝাঁপা ইউনিয়ন চেয়ারম্যান সামছুল হক মন্টু, সুধী মেম্বর আব্দুর রশিদ, সমাজ সেবক শাহিনুর রহমান শাহিন, সমিতির সহ-সভাপতি সুবোধ বৈদ্য , সম্পাদক দুলাল চন্দ্র বিশ্বাস। উপস্থিত ছিলেন, সদস্য সাধন কুমার বিশ্বাস, সুধাংশ ব্শ্বিাস সহ সকল সদস্যবৃন্দ। আলোচনা শেষে নেতৃবৃন্দ বাওড়ে ১১ লাখ ৬৭ হাজার ৩শ ৯০ টাকার বিভিন্ন প্রজাতির ১৮৫ মন ৩০ কেজি চারা (পোনা) মাছ অবমুক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here