মণিরামপুরের নাগর খাল দখল মুক্তের দাবিতে ফুঁসে উঠেছে দরিদ্ররা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

0
392

মণিরামপুর, (যশোর) প্রতিনিধি: মণিরামপুরের নবুয়ার (নাগর) খাল দখল মুক্ত করাসহ বিনা বাঁধায় খালে মাছ ধরার দাবিতে ফুঁসে উঠেছে মাছ ধরে জীবিকা নির্বাহকারী এলাকার দরিদ্ররা। কিন্তু দখলবাজদের বাঁধায় তারা কেউ খালে মাছ ধরতে নামতে পারছে না। তাদের দাবী অচিরেই খালে মাছ ধরার যাবতীয় ব্যবস্থা গ্রহনে সংশি¬ষ্ট প্রশাসনের পক্ষ থেকে কার্যকরী ভূমিকা গ্রহন করা হোক। এসব দাবিতে উপজেলার নেহালপুর নাগরখাল এলাকার শতাধিক দরিদ্র মানুষ গতকাল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ অতুল মন্ডলের মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন মাছ ধরে জীবিকা নির্বাহকারি গোলাম মোস্তফা, আমিন উদ্দীন, জালাল উদ্দীন, মিজানুর রহমান, আলী আহম্মেদ, সিরাজ সরদার প্রমূখ। উপজেলা নির্বাহী অফিসার দ্রুত দখল মুক্তের আশ্বাস প্রদান করেন তাদের। উলে¬খ্য, এ নাগর খাল দখল নিয়ে বিভিন্ন পত্রিকায় ইতিপূর্বে সরেজমিন প্রতিবেদন প্রকাশিত হয়। এ নিয়ে সর্বমহলে তোলপাড়ের সৃষ্টি হয়। ভূক্তভোগীদের দাবি, স্থানীয় প্রভাবশালী কামরুজ্জামান, লাভলু সরদার, বাপ্পিসহ একটি চক্র খাল দখলে নিয়ে মাছের ঘের তৈরী করেছেন। এখন কাউকে আর খালে মাছ ধরতে নামতে দেয়া হচ্ছে না। তাদের কাছ থেকে খাল দখল মুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here