মণিরামপুরের মাঠ জুড়ে হলুদের সমারোহ সরিষার বাম্পার ফলনে কৃষকের মূখে হাসি

0
991

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের বিভিন্ন ইউনিয়নে মাঠ জুড়ে হলুদের সমারোহ সরিষার বাম্পার ফলনে কৃষকের মূখে হাসি লেগে আছে। সরিষা ক্ষেতের যেদিকে তাকানো হয় সেদিকেই হলুদ ফুলের একাকার। এবার একটানা বেশ কিছুদিন শীত পড়ায় সরিষা ক্ষেতগুলো বেশ মনোরম হয়ে উঠেছে। পোকা মাকড়ের উপদ্রব কম থাকায় চাষীদের মাথায় তেমন কোন চাপ নেই।
সরজমিন ঘুরে দেখা যায়, ইউনিয়নের চালুয়াহাটি, ঝাঁপা, মশ্বিমনগর, হরিহনগর, খেদাপাড়া, শ্যামকুড়সহ বিভিন্ন গ্রামের মধ্যে যেখানে সরিষা চাষ করা হয়েছে সেখানকার সরিষা খুবই ভাল। গাছে প্রচুর ফুল ধরেছে কোথাও কোথাও ফল এসেছে। অনেক চাষীদের সাথে কথা বললে তারা জানান, এবছর এই এলাকায় সরিষার ফলন ভাল হবে বলে আশা করছি। কোন রকম প্রাকৃতিক দূর্যোগ না এলে আশার চেয়েও ভাল ফসল পাব। গত বছর এই এলাকায় সরিষা ফলনের চেয়ে এবছর ভাল ফলন হবে বলে আশা করছে তারা। সব মিলিয়ে সরিষার বর্তমান অবস্থা দেখে চাষীদের চোখে মুখে হাশি অনুভুত হচ্ছে। অনেকেই বলেছেন, সরিষা চাষের জন্য যদি সহজ শর্তে ব্যাংক ঋন দেওয়া হয় তবে এলাকায় সরিষা চাষ আরো বৃদ্ধি পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here