মণিরামপুরের শান্তা এন্টারপ্রাইজ ও গুটি ইউরিয়া তৈরীর কারাখানা পরিদর্শন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ডাইরেক্টর এ্যাডমি

0
458

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর(যশোর): কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঢাকা এর ডাইরেক্টর এ্যাডমি রাজগঞ্জের কৃষি উপকরন বিক্রয় কেন্দ্র “শান্তা এন্টারপ্রাইজ” ও গুটি ইউরিয়া তৈরীর কারখানা পরিদর্শন করেছেন। জানা যায়, যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারের শান্তা এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মিনা পারভীন মণিরামপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর সহযোগিতায় তার প্রতিষ্ঠানে নিজে ও মহিলাদের দিয়ে মানসম্মত গুটি ইউরিয়া উৎপাদন করে ও নারী রিটেইলার হয়ে কৃষকদের মাঝে কৃষি উপকরন যথাসময়ে পৌছে দেওয়া ও বালাই নাশক সম্পর্কে পরামর্শ দেওয়ায় অধিক সুনাম অর্জন করেছে। যার ফলশ্র“তিতে গত ৭ আগস্ট শান্তা এন্টারপ্রাইজ পরিদর্শন আসেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের ঢাকা খামার বাড়ির ডাইরেক্টর এ্্যাডমি আব্দুল আজিজ। পরির্শন কালে তিনি, একজন নিতেবান নারী বালাই নাশক বিক্রেতা হিসাবে তার সাফল্য কামনা করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসান অধিদপ্তরের যশোর জেলা ডিডি কাজী হাবিবুর রহমান ও মণিরামপুরের কৃষি অফিসার সুশান্ত তরফদার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here