মণিরামপুরের স্কুলছাত্রীকে ধর্ষণের ভিডিও ধারণের ঘটনায় মামলা নেয়নি পুলিশ ॥ নিরাপত্তাহীনতায় পরিবারের সদস্যরা

0
618

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরের রাজগঞ্জে নবম শ্রেণির স্কুল ছাত্রীকে অচেতন করে অপহরণের পর ধর্ষণ ও ধর্ষণের ভিডিও চিত্র ধারণের ঘটনায় মামলা হয়নি ১৬ দিনেও। উপরন্তু মোটা অংকের টাকার বিনিময়ে প্রকৃত ঘটনা চাপা দিয়ে বিষয়টিকে অপহরণ বলে চালানোর অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ধর্ষক পুলিশের পুত্র হওয়ায় ও তার সহযোগীরা এলাকার প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের ধরছে না। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছে ধর্ষণের শিকার ওই ছাত্রীর পরিবার। বিচারের দাবিতে তারা দ্বারে দ্বারে ঘুরলেও বিচার না পেয়ে পরিবারটি চরম হতাশ হয়ে পড়েছেন। এদিকে ঘটনার সাথে জড়িতদের ধরে বিচারের আওতায় আনার দাবি তুলেছেন স্থানীয়রা। সরেজমিন গিয়ে জানা যায়, মাস চারেক আগে মালয়েশিয়া প্রবাসী এক যুবকের সাথে মোবাইলে বিয়ে হয় মণিরামপুরের রাজগঞ্জ এলাকার মনোহরপুর গ্রামের নির্মান শ্রমিকের স্কুল পড়–য়া মেয়েটির। ছেলে বিদেশে থাকায় দেশে ফিরে সে মেয়েটিকে নিজ ঘরে তোলার কথা রয়েছে। সম্প্রতি মনোহরপুর গ্রামের আজিজুরের বখাটে যুবক রয়েল (২০) ওই ছাত্রীকে প্রেমের প্রস্তাব দেয়। মেয়েটি রাজি না হওয়ায় রয়েল ও ওই গ্রামের মোর্শেদের ছেলে রুবেল মিলে রাজগঞ্জ বাজারের ভাড়াটিয়া পুলিশ সদস্য হাবিবুরের ছেলে রুমানের সাথে মেয়েটির যোগাযোগ করিয়ে দেয়। গত ২৯ জানুয়ারী সকালে মেয়েটি স্কুলে যায়। সেখান থেকে তাকে অচেতন করে রয়েল ও রুবেলের সহযোগীতায় রুমান পাশ্বের মশ্মিমনগর ইউনিয়নের নলতা গ্রামের সাখওয়াত কবিরাজের বাড়িতে নিয়ে যায়। কবিরাজকে ম্যানেজ করে অচেতন অবস্থায় ওই ছাত্রীকে উপর্যুপরি ধর্ষণ করে রুমান। মেয়েটি অচেতন থাকায় তার মোবাইল নিয়ে ঘটনার ভিডিও চিত্র মোবাইলে ধারণ করে রুবেল ও রয়েল। পরে জ্ঞান ফিরলে মেয়েটির চিৎকারে স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান আশপাশের লোকজনের সহায়তায় ধর্ষক রুমানকে আটক করে মারধর করে। এসময় কৌশলে পালিয়ে যায় রয়েল ও রুবেল।
এদিকে স্কুল থেকে মেয়ে ফিরে না আসায় বিকেল থেকে তাকে খোঁজাখুঁজি করতে থাকেন মেয়েটির মা। সন্ধার পরে তিনি জানতে পারেন নলতা গ্রামে তার মেয়ে রয়েছেন। বিষয়টি জানানো হয় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রকেও। রাতেই পুলিশের সহায়তায় আশংকাজনক অবস্থায় মেয়েকে হেফাজতে নেয় তার পরিবার। তবে ধর্ষক রুমানকে হাতে পেয়েও ছেড়ে দেয় পুলিশ। পরের দিন মণিরামপুর থানায় এসে পুলিশকে বিষয়টি খুলে বললে পুলিশ অপহরণের মামলা নেয়। যার তদন্তভার পড়ে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি আইনুদ্দীনের ওপর। এরই মধ্যে ওই ছাত্রীর মোবাইল ফেরত দেয়া হয়। যাতে ঘটনার ভিডিওটি ছিল। একই সাথে ভিডিওটি এলাকায় ছড়িয়ে দেয় রুমান ও তার সহযোগীরা। নিজের মোবাইলে ধর্ষণের ভিডিও দেখে আতœহত্যার চেষ্টা করে ওই ছাত্রী। ভিডিও দেখে পরের দিন মেয়েকে নিয়ে থানায় আসে তার মা। ভিডিওটি পুলিশকে দেখালে সেটা এই ঘটনার সাথে জড়িত নয়;আগের অন্য কোন ঘটনা এই বলে মামলা নেয়নি পুলিশ। তবে স্থানীয় মানবাধিকার কর্মীদের দাবির মুখে পুলিশ ওই ছাত্রীর মেডিকেল করান। একই সাথে মেয়েটির জবানবন্দি রেকড করেন যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত। এদিকে স্কুল ছাত্রীকে ধর্ষনের ভিডিও এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে ধর্ষক রুমানসহ তার দুই সহযোগী গা ঢাকা দিয়েছে। তাদের পরিবারের পক্ষ থেকে স্কুল ছাত্রীর পরিবারকে মামলা না করতে হুমকি দেয়া হচ্ছে। মামলা করলে ওই ছাত্রীর ছোট ভাইকে হত্যা করা হবে বলে অনবরত হুমকি আসছে। পাশাপাশি স্থানীয় একটি প্রভাবশালী মহলের সহায়তার দুই লাখ টাকার বিনিময়ে প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন মেয়েটির বাবা-মা। মেয়েটির মা জানান, আমার মেয়ের চার মাস আগে মোবাইলে বিয়ে হয়েছে। তার পরেও পুলিশের ছেলে রুমান ও তার দুই বন্ধু রুবেল ও রয়েল তাকে তুলে নিয়ে অচেতন করে পাষবিক নির্যাতন করেছে। প্রথমে আমি অপহরণের মামলা করেছিলাম। পরে ভিডিও পাওয়ার পর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। পুলিশ টাকা খেয়ে বিষয়টি চাপা দেয়ার চেষ্টা করছে। তাছাড়া ওরা আমার ছেলেকে মেরে ফেলবে বলে হুমকি দিচ্ছে। আমাদের বাড়ি ঘরেও হামলা চালাচ্ছে। তিনি আরও জানান,আমার স্বামী বাইরে বাইরে রাজমিস্ত্রির কাজ করে বেড়ায়। আমি ছেলে মেয়েকে নিয়ে চরম নিবাপত্তাহীনতায় রয়েছি। আমরা ঠিকমত বাড়ি ঘরেও থাকতে পারছি না। তাছাড়া রুমান ওই ভিডিওটি মালয়েশিয়ায় আমার জামাইয়ের কাছে পাঠিয়েছে। ফলে আমরা চরম হতাশাগ্রস্থ। স্থানীয় আব্দুল হাই, আছিরন, ফুলজান, রাবেয়া, রওশনারা ও শাহাদাৎ সহ অনেকেই জানিয়েছেন,ঘটনার সাথে জড়িত রুমান,রয়েল ও রুবেল নেশা খোর ও ছিনতাইকারি। তারা করে না এমন কোন খারাপ কাজ নেই। তারা এই তিনজনের ফাঁসি দাবি করেছেন। এদিকে রয়েলের মা শাহানারও অপরাধী প্রমানিত হলে তার ছেলের শাস্তির দাবি করেছেন। এসআই আইনুদ্দীন জানিয়েছেন, কয়েকজন সাংবাদিক দুই লাখ টাকা খাওয়ার বিষয়টি আমাকে জিজ্ঞাসা করেছেন। আমি কোন টাকা নিইনি বরং ভিডিওটি দেখার পর আদালতে ওই ছাত্রীর জবানবন্দি রেকর্ডসহ তার ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। মণিরামপুর থানার ওসি বিপ¬¬ব কুমার নাথ জানান, এই বিষয়ে প্রথমে অপহরণের মামলা রেকর্ড করা হয়েছে। পরে ওই ছাত্রী বলছে তাকে ধর্ষণ করা হয়েছে। সেই অনুযায়ী তার ডাক্তারী পরীক্ষা এবং আদালতে জবানবন্দি রেকর্ড করানো হয়েছে। রিপোর্টে ধর্ষণের বিষয়টি প্রমানিত হলে অপহরণ মামলার সাথে ধর্ষণের ধারাটি যোগ করা হবে। এক প্রশ্নে ওসি বলেন,‘রুমান পুলিশের ছেলে হলেও এই বিষয়ে তার প্রতি কোন প্রকার সহানুভূতি দেখানো হবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here