মণিরামপুরে আকরাম মোড় থেকে খেদাপাড়া সংযোগ সড়কের মাঝিয়ালী ঋষিপাড়া-সংলগ্ন রাস্তা ভেঙে পুকুরে, জনদুর্ভোগ

0
343

উত্তম চক্তবর্তী: যশোরের মণিরামপুর উপজেলার আকরাম মোড় থেকে খেদাপাড়া সংযোগ সড়কের মাঝিয়ালী ঋষিপাড়া-সংলগ্ন এলাকায় পাকা রাস্তা ভেঙে পুকুরে পড়েছে । ১২ ফুট চওড়া পাকা সড়কটির প্রায় অর্ধেক অংশ পুকুরে বিলীন হওয়ায় যানবাহনসহ জনগণের চলাচল ব্যাহত হচ্ছে । স্থানীয় লোকজনসহ পথচারীদের সঙ্গে কথা হয় , তারা জানান, প্রতিদিন বেশ কিছু ট্রাক নানা কারণে এই সড়কে চলাচল করে । তাছাড়া ইজিবাইকসহ শত শত ভ্যান, মোটরসাইকেল ও বাইসাইকেলে করে হাজারো মানুষের চলাচল এই রাস্তায় । দিনের বেলায় চলাচলে কষ্ট তো আছেই, রাতের আঁধারে জায়গাটি হয়ে ওঠে খুবই ঝুঁকিপূর্ণ । কর্তৃপক্ষ তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তাদের ।

স্থানীয়দের জানালেন, মাঝিয়ালী গ্রামের আব্দুল করিম মাস্টার পুকুরটির মালিক । কয়েকমাস আগে তিনি স্কেভেটর দিয়ে অনেক গভীর করে পুকুর খনন করে পাশের ভাটায় মাটি বিক্রি করেছেন । স্কেভেটরে মাটি কাটা শেষ না হতেই ভারি বর্ষায় রাস্তার প্রায় অর্ধেক অংশ ভেঙে পুকুরে পড়ে গেছে ।
তবে এই ব্যাপারে পুকুর মালিকের বক্তব্য পাওয়া যায়নি ।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল বলেন, ‘পুকুর খনন করার সময় বাধা দেওয়া হয়েছে । তারা শোনেনি । এরপর বর্ষায় মাটিসহ পাকা রাস্তার অর্ধেক ভেঙে পুকুরে পড়েছে ।’
বিষয়টি চেয়ারম্যানকে জানানো হয়েছে বলে জানান মেম্বার রেজাউল । এই বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান বলেন, ‘রাস্তার পাশে পুকুর বা ভেড়ি নির্মাণ করতে গেলে কিছু নীতিমালা মেনে চলতে হয় । কিন্তু অনেকে সেটা না মেনেই সড়কের পাশে ভেড়ি বা পুকুর কেটে থাকেন ।’
‘মাঝিয়ালী গ্রামের রাস্তা ভেঙে পুকুরে পড়ার বিষয়টি আমার জানা আছে । এদিকে সড়কটির আকরাম মোড় থেকে মাঝিয়ালী ঋষিপাড়া পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার পিচ ও খোয়া উঠে জনচলাচলে বিঘ্ন ঘটছে । রাস্তার প্রায় সব অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে । অনেক পথচারী দ্বিতীয়বার আর ওই রাস্তায় যেতে চান না । জালালপুর গ্রামের ভ্যানচালক আবুল কাশেম বলেন, ‘দিনে ৩-৪ বার এই রাস্তায় চলাচল করা পড়ে । রাস্তা খারাপ হওয়ায় অ্যাম্বুলেন্স ঢুকতে চায় না । অনেক সময় রাতের বেলায় প্রসূতি নিয়ে হাসপাতালে যাওয়া লাগে । একবার আসলে ফিরের বার এই রাস্তায় যেতে মন চায় না।’
আবুল কাশেমসহ মাঝিয়ালী গ্রামের ইসরাইলের দাবি, দশ চাকার ভারি ৪-৫টা ট্রাক প্রতিদিন এই রাস্তায় আসা-যাওয়া করে । সেই কারণে রাস্তার আজ এই বেহাল অবস্থা । এই বিষয়ে তারা দ্রুত কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here