মণিরামপুরে দিনমজুর হত্যার ঘটনায় মামলা

0
349

নিজস্ব প্রতিবেদক, রাজগঞ্জ : যশোরের মণিরামপুরে দিনমজুর আকবার আলী (৫৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে।
রোববার সকালে নিহতের ছেলে মিন্টু বাদী হয়ে মামলাটি করেছেন। বেলা ১২টার দিকে থানায় মামলা রেকর্ড হয়েছে। মামলা নম্বর ২০।
আকবার হত্যা মামলায় আসামি করা হয়েছে নয়জনকে। এদের মধ্যে চারজন এজাহারভুক্ত, বাকি পাঁচজন অজ্ঞাত। তদন্তের স্বার্থে আসামিদের নাম জানাতে চায়নি পুলিশ। তবে কী কারণে আকবার আলী খুন হলেন তা এখনো পুলিশের কাছে স্পষ্ট নয়। পুলিশ তিনটি পয়েন্ট ধরে মামলার তদন্ত কাজ চালাচ্ছে।
মণিরামপুর-সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু আল নাসের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এখনো হত্যাকাণ্ডের ক্লু উদ্ঘাটন করা যায়নি। আমরা তিনটি পয়েন্ট ধরে তদন্ত চালাচ্ছি। প্রকৃত ঘটনা না জেনে অনুমানভিত্তিক কিছু বলা যাচ্ছে না।’
এদিকে নিহত আকবার আলীর স্ত্রী হালিমা, হালিমার দুই ভাইপো নূরনবী ও আয়ুবনবী এখনো পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যা মামলায় এখনো কাউকে আটক করা হয়নি।
প্রসঙ্গত, শুক্রবার গভীর রাতে উপজেলার কৃষ্ণবাটি গ্রামে নিজ ঘরের বারান্দায় দুর্বৃত্তদের হাতে খুন হন আকবার আলী। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে। আকবারের স্ত্রী হালিমা ওই সময় তার পাশে থাকলেও তিনি অক্ষত থাকায় সন্দেহ ঘনীভূত হয়।
নিহত আকবার যশোর সদরের ডহরসিঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে। প্রায় ১৪ বছর ধরে তিনি হেলাঞ্চি কৃষ্ণবাটি শ্বশুরবাড়ি এলাকায় থাকতেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here