মণিরামপুরে ৩৩২ প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

0
327

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, জননেত্রী শেখ হাসিনা সরকার এদেশের গরিব-দুঃখী মানুষের কল্যাণে কাজ করছে। দেশ উন্নত হওয়ার সাথে দেশের মানুষের আর্থসামজিক ও জীবনযাত্রার মানেরও উন্নয়ন ঘটছে। এশিয়ান উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন সংস্থার পর্যবেক্ষণে চলতি অর্থ বছরে জিডিপি’র হার ৮ শতাংশ ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে অচিরেই দেশ উন্নত দেশে পরিণত হবে।

আজ রবিবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে অধ্যায়নরত প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, মাতৃত্বকালীন ভাতার পাশাপাশি আগামীতে বেকার ভাতা দেয়ারও চিন্তাভাবনা করছে সরকার।

সমাজসেবা অফিসার রোকনুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তার, শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠানে প্রাথমিক স্তরের ১৪৯ জন, মাধ্যমিক ১২০, উচ্চমাধ্যমিক ৪৭ এবং উচ্চতর স্তরের ১৩ জনসহ ৩২২ শিক্ষার্থীর মাঝে এ চেক বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here