মনিরামপুরের নেহালপুর বঙ্গমাতা পল্লী উন্নয়ন সমিতির কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য‍্য

0
191

মনিরামপুর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার উপজেলার নেহালপুর বঙ্গমাতা পল্লী উন্নয়ন সমিতির কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রীর প্রণোদনা ঋণ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতারণের উদ্বোধন করলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ও যশোর-৫ আসনের এমপি স্বপন ভট্টাচার্য‍্য। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, যশোরের উপ-পরিচালক বিআরডিবি মোঃ কামরুজ্জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন, মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের ব্যক্তিগত কর্মকর্তা ও উপজেলা যুবলীগের অন্যতম নেতা গাজী আসাদ সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য: ৩৮ জনের মধ্যে ৩২ লক্ষ ৫০ হাজার টাকা প্রথম কিস্তি সব সদস্য মহিলা।