মনিরামপুরে কে হচ্ছেন নৌকার মাঝি সেদিকেই দৃষ্টি নেতা কর্মীদের

0
545
উত্তম চক্তবর্তী : যশোর জেলার সবচেয়ে বড় উপজেলা মণিরামপুর ।  আগামী সংসদ নির্বাচনেকে সামনে রেখে যশোর-৫ মনিরামপুর আসনে আওয়ামীলীগ থেকে কার কপালে জুটবে মনোনয়ন । এ নিয়ে নেতাকর্মীদের মধ্যে যেমন চলছে জল্পনা-কল্পনা । ইতোমধ্যে সম্ভাব্য সাত প্রার্থী রীতিমত মনোনয়ন যুদ্ধে অংশ নিয়ে এলাকায় গণসংযোগে ব্যস্ত রয়েছে । তবে সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের মৃত্যুর পর এবার তার স্ত্রী ডা. জেসমিন আরা বেগম স্বামীর স্থানে আসীন হতে ইতোমধ্যে মাঠে নেমেছেন । ফলে এদের মধ্যে শেষ পর্যন্ত নৌকার মাঝি কে হবেন? তা নিয়ে দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে চলছে রিতিমত বিচার বিশ্লেষণ । জানা যায়, গত বছর আওয়ামীলীগের সর্বোচ্চ নীতি নির্ধারনী থেকে পুনরায় স্বপন ভট্টাচার্য্যকে দলে ফিরিয়ে আনা হয় । স্বীকৃতি দেওয়া হয় দলীয় সংসদ সদস্য হিসেবে । এর পর থেকে স্বপন ভট্টাচার্য্য চেষ্টায় আছেন দলীয় নেতাকর্মী সমর্থকদের মন জয় করতে । অবশ্য আগেভাগেই নির্বাচনের মাঠে রয়েছেন বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য । এর বিপরীতে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচারণায় রয়েছে স্বপন ভট্টাচার্য্যর বড় ভাই আওয়ামীলীগের প্রেসিডিয়াম মেম্বর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট পীযুষ কান্তি ভট্টাচার্য্য , উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান , কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা আব্দুল মজিদ , উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু , কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা কামরুল হাসান বারী এবং সদ্য অবশ্য সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের স্ত্রী ডা. জেসমিন আরা বেগম । এ দিকে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে আওয়ামী লীগের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ পেয়েছে । সেখানে মনিরামপুরে প্রার্থীর তালিকায় রয়েছে বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্যর নাম । অবশ্য দলের অনেকেই মন্তব্য করছেন এ তালিকা চূড়ান্ত নয় । তবে আওয়ামীলীগের তৃণমূল থেকে শুরু করে বিভিন্ন নেতাদের সাথে কথা বলে আভাস পাওয়া গেছে বর্তমান সম্ভাব্য সাত জন প্রার্থী থাকলেও শেষ পর্যন্ত নৌকার মাঝি হতে পারেন বর্তমান সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য অথবা টিপু সুলতানের স্ত্রী ডা. জেসমিন আরা বেগম । আবার এ সাত জনের বাইরে থেকে প্রার্থী করা হলেও আশ্চর্য হবার কোন কারন থাকবে না বলেও জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here