মনিরামপুরে হন্যে কুকুরের কামড়ে শিশুসহ চারজন আহত,আতংকে রয়েছে এলাকাবাসি

0
491

উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)অফিস : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে জলাতংক রোগে আক্রান্ত একটি হন্যে কুকুরের কামড়ে শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছে৷ তাঁদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ আতংকে রয়েছে এলাকাবাসি৷
জানা যায়, সোমবার সকাল থেকে দুপুরের মধ্যে রাজগঞ্জের হানুয়ার (রাজগঞ্জ বাজারপাড়া) গ্রামের রাশেদুল ইসলামের কলেজ পড়ুয়া ছেলে ইমন ইসলাম রাজু (১৮), চেতন আলীর ছেলে পটল (৩০), হানুয়ার বণিকপাড়া’র বিশ্ব সাধুর মেয়ে চয়নিকা সাধু (২) ও গত রোববার সকালে মনোহরপুর বিশ্বাসপাড়া গ্রামের রজব আলী বিশ্বাসের ছেলে সলেমান বিশ্বাস (৪০) কে একটি জলাতংক রোগে আক্রান্ত হন্যে কুকুর পালাক্রমে কামড়িয়ে জখম করে৷ এদের মধ্যে শিশু চয়নিকাকে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নেওয়া হয়েছে৷ বাকীদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এরিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে৷ তবে আতংকে রয়েছে রাজগঞ্জ বাজারস্ত তিনটা স্কুলের ছোট ছোট বাচ্ছারা৷ তাঁরাসহ স্থানীয়রা ভয়ে ভয়ে আতংক মন নিয়ে রাস্তায় চলাচল করছে৷
স্থানীয় পল্লী চিকিৎসক মোস্তফা কামাল বলেন, হন্যে কুকুরটি জলাতংক রোগে আক্রান্ত৷ কুকুরটিকে দ্রুত মেরে ফেলা প্রয়োজন৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here