মনিরামপুর অঞ্চলের পোল্ট্রি শিল্পের চরম দুর্দিন

0
790

উওম চক্তবর্তী: যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের পোল্ট্রি শিল্পের চরম দুর্দিন চলছে । পোল্ট্রি মুরগীর ফিড, ভ্যাকসিন, ভিটামিন, এ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম সহ অন্যান্য ঔষধের অব্যাহত দাম বৃদ্ধি পাওয়ায় পোল্ট্রি শিল্প হুমকির মুখে পড়েছে । পোল্ট্রি খামার বন্ধ হয়ে যাওয়ায় শিল্পের সাথে জড়িত ব্যাক্তিদের চরম আর্থিক দৈন্যতায় কাটাতে হচ্ছে । পোল্ট্রি মুরগীর খামারীরা লাখ-লাখ টাকা পুঁজি দিয়ে শেড নির্মাণ করে ব্যবসা শুরু করেন । কিন্তু খরচের তুলনায় বাজারে মুরগীর চাহিদা এবং দাম কম হওয়ায় অব্যাহতভাবে লোকসান দিয়ে তাদেরকে ব্যবসা টিকিয়ে রাখা কোনভাবে সম্ভব হচ্ছে না বলে অনেক খামারী জানান । যার ফলে অনেক খামারী ব্যাংক, এনজিও ঋণ এবং পোল্ট্রি ফিড ব্যবসায়ীদের পাওনা টাকা পরিশোধ করতে না পারায় অনেক খামারী পালিয়ে বেড়াচ্ছেন । বিভিন্ন পোল্ট্রি খামারে গিয়ে দেখা যায়, লাখ-লাখ টাকা খরচ করে খামারের জন্য তৈরী করা শেডগুলো শূণ্য পড়ে আছে । বর্তমানে এ শিল্পের সাথে জড়িত মালিক, ফিড ব্যবসায়ী এবং শ্রমিকরা বেকার হয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন । জানা যায়, পোল্ট্রি মুরগীর বিভিন্ন কোম্পানীর পোল্ট্রি ফিডের দাম বৃদ্ধি হয়েছে ৷ পোল্ট্রি মুরগীর প্রতিটি বাচ্চা দাম বৃদ্ধি হয়েছে । পোল্ট্রির ফিড খাদ্যের দাম বৃদ্ধি হয়েছে । ঔষধ কোম্পানী নোভারটিস, স্কয়ার, রেনেটা, অপসোনিন, এফ. এন. এফ, পল্টাটিনা, নিউটেক সহ বিভিন্ন কোম্পানীর ঔষধের দাম বৃদ্ধি পাচ্ছে । এছাড়া, অন্যান্য এ্যান্টিবায়োটিক, ক্যালসিয়াম, ভিটামিন সি সহ বিভিন্ন ঔষধের দাম বৃদ্ধি পেয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here