মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে কর্মরত উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ

0
776

নিজস্ব প্রতিবেদক : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ সার্বিক তথ্যসেবা মানুষের দোড় গোড়ায় পৌছে দিতে নিরালস ভাবে কাজ করে যাচ্ছেন৷ তিনি প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঝাঁপা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে নিয়মিত থাকেন মানুষের তথ্যসেবা নিশ্চিত করার জন্য৷ ঝাঁপা ইউনিয়ন ও রাজগঞ্জ বাজারের বহু ভুক্তভোগী লোকজন বিভিন্ন প্রয়োজনে আসেন ঝাঁপা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে৷ সেখান থেকে প্রয়োজন অনুযায়ী এলাকার লোকজন সার্বিক তথ্যসেবা নিয়ে থাকেন৷ ঝাঁপা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা তোহামী ইসলাম সোহাগ বলেন, এখানে জন সাধারণের সেবা হিসেবে প্রতিনিয়ত কম্পিউটার প্রশিক্ষন, কম্পোজ প্রিন্ট, ফটোকপি, ছবি তোলা, ছবি থেকে ছবি তৈরি করা, জন্ম নিবন্ধন, জমির পরচা, ই-মেইলের মাধ্যমে দেশে-বিদেশে পাসপোর্ট, ভিসা, ছবি আদান-প্রদান, ইন্টারনেটের মাধ্যমে বিদেশে থাকা প্রবাসীদের সাথে সরাসরি কথা বলা সহ কম্পিউটারের সকল ধরণের সেবা প্রদান করা হয়৷ ঝাঁপা ইউনিয়ন পরিষদের সচিব এনামুল কবির জানান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা হিসেবে তোহামী ইসলাম সোহাগ যোগদান করার পর থেকে ইউনিনের মানুষ সকল প্রকারের তথ্যসেবা গ্রহণ করছে৷ স্বনামধন্য চেয়ারম্যান সামছুল হক মন্টু বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকরের সফল উদ্যোগ, ডিজিটাল বাংলাদেশের প্রথম জেলা যশোরের অর্ন্তভূক্ত মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে নাগরিকদের সকল প্রকারের তথ্যসেবা নিশ্চিত করণের জন্য সরকারী উদ্যোগে মালামাল প্রদানসহ উদ্যোক্তা নিয়োগ দেওয়া হয়েছে৷ দেশ পরিচালনাকারি সফল আওয়ামীলীগ সরকারের এই উদ্যোগ মানুষের দোড় গোড়ায় তথ্যসেবা পৌছে দিচ্ছে৷ এজন্য সরকারের প্রতি আমি চিরকৃতজ্ঞ৷ উদ্যোক্তা সোহাগ মানুষের নৈতিক অধিকার তথ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here