মহাকবি মাইকেল মধুসূদন দত্ত দেশী ও বিদেশী সাহিত্যর অকৃত্রিম সমন্বয়ের মাধ্যমে সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছেন

0
534

সাগরদাঁড়িতে মধুমেলার ৪র্থ দিনে বক্তরা

উৎপল দে,কেশবপুর থেকে : যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলার ৪র্থ দিন মঙ্গলবার সন্ধ্যায় মধুমঞ্চে বিষয় ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বক্তারা বলেন, মাইকেল মধুসূদন দত্তের জীবনের ও বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ মেঘনাদবধ কাব্য । মাইকেল মধুসূদন দত্ত একজন সফল গীতিকবি। ব্রজাঙ্গনা কাব্য তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্ত চতুর্দ্দশপদী কবিতার জনক । তার আগে চতুর্দ্দশপদী কবিতা বা সনেট কনো কবি বাংলায় রচনা করেন নি। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত দেশী ও বিদেশী সাহিত্যাদর্শের অকৃত্রিম সমন্বয়ের মাধ্যমে সাহিত্য ভান্ডারকে সমৃদ্ধ করেছেন। তিনি বাংলার আধুনিক কবি হয়ে আধুনিক বাংলা কবিতার জন্ম দিয়ে গেছেন। তিনি অসাম্প্রদায়িক, আধুনিক ও সংস্কারমুক্ত বাংলা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। ধীমান কবি মধুসূদন দত্তের রচনা সৈলীর সৌকর্য ও অভিনবত্বে নতুন ধারার সূচনা করেন। দেশী ও বিদেশী সাহিত্যাদর্শের অকৃত্রিম সমন্বয়ের মাধ্যমে সৃষ্ট সমৃদ্ধ সাহিত্য ভান্ডারকে তিনি উপস্থাপন করেছেন বৈশ্বিক পটভূমিতে। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) রেজায়ে রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর এম এম কলেজের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লেখক ও কলামিস্ট হোসেন উদ্দীন হোসেন, এ্যাড. আবু বক্কর সিদ্দিক, মুন্সী আব্দুল লতিফ ও কবি মকবুল মাহফুজ। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান,সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন।
অনুষ্ঠান পরিচালনা করেন বিএল কলেজের সহকরী অধ্যাপক ড. সবুজ শামীম আহসান ও মাছরাঙ্গা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি রাহুল রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here