মহাকাশে আলাদা রাষ্ট্র তৈরি করতে চলেছে রাশিয়া

0
388

ম্যাগপাই নিউজ ডেস্ক: আসগার্ডিয়া নামে মহাকাশে একটি দেশ তৈরি করতে চলেছেন রাশিয়ার কিছু বিজ্ঞানী। ওই পরিকল্পনা মতে, চলতি বছরই মহাকাশে শুরু হবে সেই দেশ তৈরির কাজ। প্রাথমিকভাবে এক লাখ মানুষকে নাগরিকত্ব দেয়া হবে। নাগরিকত্ব মিলবে যোগ্যতা ও মানবিকতার নিরিখে।

সম্প্রতি সাংবাদিক সম্মেলনে ঘোষণা করা হয়েছে তারই পুরো পরিকল্পনা।

বিজ্ঞানীদের দাবি, মহাকাশে ঘুরে বেড়াচ্ছে হাজার হাজার গ্রহাণু। একটা আছড়ে পড়লেই মানব সভ্যতার বিপদ।

কারণ, পৃথিবী ছেড়ে মানুষের যাবার জায়গা নেই। তাই তৈরি করা হবে এ মহাকাশ স্টেশন। সেখানে মানুষ বসবাসের পাশাপাশি কাজকর্মও করবে, যেমনটা আমরা পৃথিবীতে করে থাকি। আসগার্দিয়া-র নাগরিকত্ব পেতে নিবন্ধন করাতে হবে সংস্থার ওয়েবসাইটে। আসগার্ডিয়া শেষ পর্যন্ত সত্যিই তৈরি হলে ভাবনা মিটবে তাদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here