‘মহাগুরুত্বপূর্ণ’ ম্যাচে বিকেলে মাঠে নামছে বাংলাদেশ

0
538

ক্রীড়া ডেস্ক : ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আজ শুক্রবার বিকেলে মাঠে নামবে বাংলাদেশ দল। গত ১২ মে স্বাগতিক আয়ার‌ল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টি বাধায় পণ্ড হয়ে যাওয়ার পর ১৭ মে দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে দৈন্য ব্যাটিংয়ে ৪ উইকেটে হেরে গেছে মাশরাফি বিন মর্তুজা বাহিনী।

তাই সিরিজে টিকে থাকার ‘মহাগুরুত্বপূর্ণ’ এই ম্যাচে জয়ের লক্ষ্যে ডাবলিনের মালাহাইড ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় আইরিশদের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে প্রথম সারির ছয় ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখ করার মতো ব্যাটিং কেউই উপহার দিতে পারেননি! তামিম ইকবালের অপরাজিত ৬৪ ও মাহমুদুল্লাহ রিয়াদের অপরাজিত ৪৩ রানের ইনিংসটি বাদ দিলে সৌম্য, সাব্বির, মুশফিক ও সাকিবরা ছিলেন নিষ্প্রভ।

নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ক্লনটার্ফে ব্যাট হাতে দৈন্য ব্যাটিং উপহার দেয়ার প্রতিযোগিতায় মেতে উঠেন ডাকসাইটে সব ব্যাটসম্যানরা। ব্যতিক্রম ছিলেন শুধু সৌম্য, মুশফিক ও রিয়াদ। তাও যদি কেউ তাদের স্ব স্ব ইনিংস আরও বড় করতে পারতেন তাহলে হয়তো হারের ধাক্কাটা খেতে হতো না।

বোলাররাও যে ভালো খেলেছেন বিষয়টি এমন নয়। এমন মাঝারি স্কোরিং ম্যাচে আরও আক্রমণাত্মক বোলিং আশা করা হচ্ছিল। যা উপহার দিতে ব্যর্থ হয়েছেন টাইগার বোলাররা। যা করার পেসাররাই করেছেন। স্পিনাররা তো নিজেদের জাতই চেনাতে পারলেন না!

তবে আজ আইরিশদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যচে ঘুরে দাঁড়ানোর মিশনে নামবে টাইগাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here