মহান একুশে বই মেলায় কবি তুষার দত্তের একক কাব্য গ্রন্থ হৃদয়ে রক্ত ক্ষরণ বই এর মোড়ক উন্মোচন

0
490

নিজস্ব প্রতিনিধিঃ জাতীয় গ্রন্থাগার খুলনা বয়রায় মহান একুশের বই মেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক গাঙচিল সাংস্কৃতিক পরিষদের আয়োজনে ১২৫তম কবিও কবিতা সন্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। গাঙচিল কর্মী মুল্যায়ন সভায় অতিথি মঞ্চে প্রথম পর্বে ছিলেন উদ্বোধক করেন হিসেবে শিশুসাহিত্যিক আশরাফুন্নেছা দুলু, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) ঃমোঃ হাবিবুর রহমান খান। সভাপতিত্ব করেনঃ বিশিষ্ট নাট্যকার ও গুণী ব্যক্তিত্ব এস. এম. মতিউর রহমান।বক্তব্য রাখেন প্রবাসী সৈয়দ আজমত আলী,শাহানা শৈলী আমেরিকা,
প্রফেসর আব্দুল মান্নান।
দ্বিতীয় পর্বে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুন উর রশীদ,
বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ঃসরোয়ার আহমেদ সালেহীন, অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (গোয়েন্দা)অবঃও সোনামুখের প্রতিষ্ঠাতা এ.এম.কামরুল ইসলাম,
সভাপতিত্ব করেন এস,এম রইজউদ্দিন আহমেদ,যুগ্ন ভুমি সচিব,বীর মুক্তিযোদ্ধা, কবি সাহিত্যিক
লেখক ও সভাপতি গাঙচিল সাহিত্য পরিষদ।উক্ত অনুষ্টানে অনান্য লেখকের গ্রন্থের পাশাপাশি কবি তুষার দত্তের লেখা একক কাব্য গ্রন্থ হৃদয়ে রক্তক্ষরণ এর মোড়ক উন্মোচন হয় এবং কবি সন্মাননা দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন গাঙচিলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আক্তার হোসেন।