মহেশপুরে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১২জন আটক

0
176

মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১২জনকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৬ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।
শনিবার রাত ২টার দিকে তাদের মাটিলা বিওপির দায়িত্বপুর্ণ সীমানন্ত বেতবাড়িয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলো রাজীভ চন্দ্র দাস (৩০), সিদ্দিক মজুমদার (৩৪), শারমিন (২৭), পরিমল সরকার (৩৮), হোসনে আরা (২৭), আরমন (১৩),আরাফাত (০৩), সোনিয়া খাতুন (৩১),পিহু ইসলাম (০৪), রুমা বেগম (২৮), আজমিরা শেখ (১৯), আজমিরা (১৯)। তাদের বাড়ি যশোর, নড়াইল,গোপালগঞ্জ জেলার বিভিন্ন গ্রামে।
৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক তসলিম মো: তারেক প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মাটিলা বিওপির সদস্যরা ১২জনকে আটক করে। তারা ভারত থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ ব্যাপারে মহেশপুর থানায় মামলা হয়েছে। আটককৃতদের থানায় সোপর্দ করা হয়েছে।