মাংসের জন্য কুকুর পাচার হয়ে যাচ্ছে নাগাল্যান্ডে

0
516

ম্যাগাই নিউজ ডেক্স : ভারতের আসাম রাজ্যের নগাঁওয়ের সামাগুড়ি থেকে উদ্ধার হওয়া ৭৫টি কুকুরের মধ্যে ২২টিকে বাঁচানো গেল না। এর মধ্যে থানাতেই মৃত্যু হয় কয়েক’টির।

বাকি কুকুরগুলির সেবা যত্নের দায়িত্ব নিয়েছে পিপলস ফর অ্যানিমলস-এর গুয়াহাটি শাখা। আপাতত তাদের আশ্রয়েই থাকবে এই কুকুরগুলো।

সামাগুড়ি থানার ওসি রাজীব বর্মন জানান, এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের জেরা করে পুলিশ জানতে পারে নগাঁও এর রূপোহি এলাকা থেকে ঘুমপাড়ানো বিস্কুট দিয়ে তারা কুকুরগুলিকে অপহরণ করে। ওই অবস্থাতেই তাদের মুখ সেলাই করে দেওয়া হয়। জ্যান্ত কুকুরপিছু তাদের ৫০০ টাকা করে পাওয়ার কথা ছিল। নাগাল্যান্ডে কুকুরের মাংসের দর কেজি প্রতি ৩০০ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here