মাগুরা শালিখা উপজেলার সিংড়া গ্রামের বহুলালোচিত মুক্তিযোদ্ধা দাবিদার সেই গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সনদ সংগ্রহের খোঁজে দুদক

0
520

জেলা ও দায়রা জজ আদালতে পিটিশন দায়ের

এম আর রকি : মাগুরা জেলার শালিখা উপজেলার সিংড়া গ্রামের বহুলালোচিত অত্যন্ত ঠকবাজ প্রতারক বিশ্বাস ভঙ্গকারী ন্যায়ধর্ম জ্ঞানহীন দূর্নীতি পরায়ন জাল জালিয়াতী মুক্তিযোদ্ধা দাবিদার গোবিন্দ চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে দূর্নীতিদমন কমিশন তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে তারা আদালত থেকে তদন্তর কার্যক্রমের চিঠি পেয়েছেন। মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে পিটিশন দায়ের করা হলে বিজ্ঞ আদালত তা আমলে নিয়ে তদন্তর জন্য যশোর দূর্নীতিদমন কমিশন জেলা সম্বনিত কর্মকর্তাকে তদন্ত পূর্বক প্রতিবেদন দালিখের নির্দেশ দিয়েছে। একই গ্রামের অত্যন্ত সহজ সরল শান্তিপ্রিয় নিরীহ প্রকৃতির অজিত বিশ্বাসের ছেলে অভি বিশ্বাস গত ১৪ অক্টোবর মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে পিটিশন দায়ের করেন। যার নং পি-১১০/১৮ ইং।
আদালতে দায়েরকৃত পিটিশনে বাদী তার অভিযোগে উল্লেখ করেন,মাগুরা জেলার শালিখা উপজেলার সিংড়া গ্রামের মৃত রামদেব বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাস নিজেকে ভারতীয় ট্রেনিং প্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসাবে প্রচার করে জাল-জালিয়াতীর মাধ্যমে ভূয়া মুক্তিযোদ্ধার সনদ জোগাড় করে সরকারের সহিত প্রতারণা করে সরকারী সকল সুযোগ সুবিধা ভোগ করে ব্যক্তি স্বার্থ হাসিল করছে। মৃত রামদেব বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাস আদৌ কোন মুক্তিযুদ্ধ করেনি। সে কখনও মুক্তিযোদ্ধা নন। আদালতে দাখিলকৃত পিটিশনে অভি বিশ্বাস আরো উল্লেখ করেছেন, মাগুরা জেলার শালিখা উপজেলার চতিয়া গ্রামের মৃত বলরাম চন্দ্র বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাস প্রকৃত মুক্তিযোদ্ধা। যা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের সাময়িক সনদ নং ১১৭১,মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় বেসামরিক গেজেট ক্রমিক নং ১৪৫৬ এবং মুক্তিযোদ্ধাদের ভারতীয় তালিকায় ক্রমিক নং ৪৮৪৭২ প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি প্রাপ্ত। বলরাম বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাস ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধা গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস পুলিশের চাকুরীতে যোগ দেন। মুক্তিযোদ্ধা অনেক আগেই মৃত্যু বরণ করেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহন না করে কথিত মুক্তিযোদ্ধা গোবিন্দ চন্দ্র বিশ্বাসের জন্ম দাতা পিতার নাম রামদেব বিশ্বাস। যা প্রমান সরুপ তার জাতীয় পরিচয় পত্র, জমির পর্চা, সিংড়া গ্রামের দূর্গা মন্দিরে লাগানো নাম ফলক সিংড়া গ্রামে তার পিতার নাম গোবিন্দ চন্দ্র বিশ্বাস কর্তৃক তৈরী করা সমাধি সৌধের নাম ফলকসহ সর্বক্ষেত্রে রামদেব বিশ্বাস হিসেবে কালের স্বাক্ষী হিসেবে রয়েছে। প্রকৃত পিতার নাম মুক্তিযোদ্ধার সনদের ক্ষেত্রে গোপন করে প্রকৃত মুক্তিযোদ্ধা চতিয়া গ্রামের গোবিন্দ চন্দ্র বিশ্বাসের পিতা বলরাম চন্দ্র বিশ্বাসের নাম ব্যবহার করে জাল-জালিয়াতীর মাধ্যমে ভূয়া মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ ক্ের প্রতারণা মূলকভাবে ঘটনার দিন তারিখ ও সময় হতে সরকারের প্রদত্ত মুক্তিযোদ্ধাদের সকল প্রকার সুযোগ সুবিধা ভোগ করে নিজের স্বার্থ হাসিল করছে। এমনকি সে নিজেকে এলাকায় মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে দাপটের সাথে চলাফেরা করে। মুক্তিযোদ্ধা না হয়েও মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করে দাপটের সাথে এলাকায় প্রভাব বিস্তার করছে। ইতিপূর্বে রামদেব বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাসের ভূয়া মুক্তিযোদ্ধা সংক্রান্ত তথ্য ভিত্তিক খবর যশোরের কয়েকটি খবরের কাগজে প্রকাশ হয়েছে। পিটিশনে আরো উল্লেখ করা হয়েছে, মুক্তিযোদ্ধা গোবিন্দ্র চন্দ্র বিশ্বাসের মৃত্যুর পরে প্রতারক বিশ্বাস ভঙ্গকারী ও ভূয়া পরিচয় দানকারী রামদেব বিশ্বাসের ছেলে গোবিন্দ্র চন্দ্র বিশ্বাস আত্মীয়তার সূত্র ধরে মৃত গোবিন্দ চন্দ্র বিশ্বাসের মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করে নিজে লাভবান হওয়ার জন্য জাল-জালিয়াতীর মাধ্যমে সরকারী গেজেটে নিজের নাম অর্ন্তভূক্ত করতে সক্ষম হয়েছে। পিটিশনে অভি বিশ্বাস আরো বলেছেন, ঠকবাজ গোবিন্দ চন্দ্র বিশ্বাস ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহন না করেও জাল-জালিয়াতীর মাধ্যমে ভূয়া মুক্তিযোদ্ধার সনদ জোগাড় করে অনিয়মের মাধ্যমে মুক্তিযোদ্ধা হিসেবে নিজের নাম তালিকা ভূক্ত করে ঘটনার দিন তারিখ ও সময় হতে এ যাবতকাল পর্যন্ত বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত মাসিক হারে ভাতাসহ যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করে নিজের স্বার্থ হাসিল করে আসছে। তাছাড়া তিনি উক্ত মুক্তিযোদ্ধা সনদ প্রদর্শন করে মুক্তিযোদ্ধা কোঠায় সন্তারদের চাকুরী লাভ করে নিজে লাভবান হয়েছে। তিনি মিথ্যা,তঞ্চকী,ভূয়া,জাল-জালিয়াতী কাগজ তৈরী করে সরকারকে ঠকিয়ে আসছে। ভূয়া মুক্তযোদ্ধা গোবিন্দ চন্দ্র বিশ্বাসকে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা দাবি করেছে পিটিশন দাখিলকারী ও তার স্বাক্ষীরা। সর্বশেষ খোঁজ খবর নিয়ে জানাগেছে, গোবিন্দ চন্দ্র বিশ্বাসকে এলাকায় চরম পন্থীদের নেতা সন্যাসী বাহিনীর সক্রিয় সদস্য হিসেবে আবাল বৃদ্ধ থেকে শুরু করে সকলে চেনেন ও জানেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here