মাগুরা শালিখা উপজেলার সিংড়া গ্রামে এক ব্যক্তির মুক্তিযোদ্ধা হওয়া নিয়ে নানা প্রশ্ন

0
460

রামদেব বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাস বলরাম বিশ্বাসকে
পিতা বানিয়ে মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহের অভিযোগ ফাঁস হচ্ছে !

এম আর রকি : মাগুরা জেলার শালিখা উপজেলার সিংড়া গ্রামের রামদেব বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাস জন্মদাতা পিতার নাম বলরাম বিশ্বাস নামে মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহ করে সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করছে বলে অভিযোগ উঠেছে। সিংড়া গ্রামে তৎকালীণ মুক্তিযুদ্ধের সময় গোবিন্দ চন্দ্র বিশ্বাস নামে কোন ব্যক্তি মুক্তিযুদ্ধ করেছে এমন খবর কেউ জানাতে পারেনি। তবে একই উপজেলার চত্তিয়া গ্রামের বলরাম বিশ্বাসের ছেলে গোবিন্দ বিশ্বাসের কথা সকলে জানেন। বলরাম বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাস মুক্তিযুদ্ধে অংশ গ্রহন শেষে পুলিশের চাকুরী নিয়ে তিনি অবসর গ্রহনের পর মৃত্যু বরণ করেছেন। বর্তমানে তার স্ত্রী ও পরিবার বর্গ সরকারের সকল সুযোগ সুবিধা ভোগ করছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তবে সিংড়া গ্রামের বাসিন্দা গোবিন্দ চন্দ্র বিশ্বাস মুক্তিযোদ্ধা সনদ সংগ্রহকালে পিতার নাম অর্ন্তভূক্ত করেছেন বলরাম বিশ্বাস। তবে খোঁজ নিয়ে জানাগেছে,সিংড়া গ্রামে গোবিন্দ চন্দ্র বিশ্বাস ধনেশ্বরগাতি ইউনিয়নের যে এলাকার ভোটার হয়েছেন। তার কোড নং ০৫১৭ গ্রামের নাম সিংড়া। তার ভোটার তালিকায় গোবিন্দ চন্দ্র বিশ্বাসের পিতার নাম লেখা রয়েছে রামদেব বিশ্বাস ও মাতার নাম লেখা রয়েছে রসমনি বিশ্বাস।সূত্রগুলো আরো জানিয়েছেন, সিংড়া গ্রামের গোবিন্দ চন্দ্র বিশ্বাস নিজের খোলস পাল্টে মুক্তিযুদ্ধের সনদ সংগ্রহ করে। মুক্তিযুদ্ধ না করেও তিনি মুক্তিযোদ্ধা হিসেবে নিজেকে জাহির করে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন সুযোগ সুবিধা অব্যাহত ভাবে নিয়ে চলেছেন। নাম প্রকাশ না করার শর্তে সিংড়া গ্রাম ও আশপাশ গ্রামের অনেক ব্যক্তি অভিযোগ করে জানান, সিংড়া গ্রামের গোবিন্দ চন্দ্র বিশ্বাস একজন ভূয়া মুক্তিযোদ্ধা। তার কারণ তিনি ১৯৭১ সালে নিষিদ্ধ ও গোপন পার্টির সক্রিয় সদস্য ছিলেন। ওই পার্টির অবস্থা বেগতিক দেখে তিনি চরম পন্থী সর্বহারা পার্টিতে যোগদান করেন এবং নিজে এলাকার ত্রাসের রাম রাজত্ব কায়েম শুরু করেন। সূত্রগুলো আরো জানিয়েছেন, ১৯৯৪ সালে দেশে অনুষ্ঠিত জাতীয় সংসদের উপ-নির্বাচনে বর্তমান বিরোধী দলের পক্ষে ব্যাপক ভোগ ডাকাতিতে নিজেই সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৯৬ সালে সন্ত্রাস-সাম্প্রদায়িকতা,চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে পুলিশ গোবিন্দ চন্দ্র বিশ্বাসকে গ্রেফতার পূর্বক জেল হাজতে প্রেরণ করেন।সূত্রগুলো বলেছেন, গোবিন্দ চন্দ্র বিশ্বাস সে সময় নিজে জাল জালিয়াতির আশ্রয় নিয়ে একটি ভূয়া ও নকল মুক্তিযোদ্ধা সনদ জোগাড় করেন। তার পর তিনি নিজেকে এলাকা বাসীদের কাছে ভারতে প্রশিক্ষনপ্রাপ্ত মুক্তিযোদ্ধা হিসেবে প্রচার শুরু করেন। গোবিন্দ চন্দ্র বিশ্বাসের সন্ত্রাসী মনোভাবের কারণে এলাকাবাসী জেনেও ভয়ে মুখ খুলতে সাহস পায়নি। গোবিন্দ চন্দ্র বিশ্বাসের মুক্কিযোদ্ধার সনদ পর্যবেক্ষন করে দেখা গেছে বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কর্তৃক সনদ পত্রে গোবিন্দ্র চন্দ্র বিশ্বাসের পিতার নাম বলরাম চন্দ্র বিশ্বাস ও গ্রামের নাম সিংড়া ডাকঘর সিংড়া ও সনদের সিরিয়ল নং ১৪৫৬ উল্লেখ থাকলেও পরবর্তীতে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত ভারতীয় মুক্তিযোদ্ধার তালিকায় তার নাম গোবিন্দ্র বিশ্বাস পিতার নাম বলরাম চন্দ্র বিশ্বাস থাকলেও গ্রাম ও ডাকঘর উল্লেখ নাই। এই সনদের ক্রমিক নং ৪৮৪৭২। সূত্রগুলো আরো জানিয়েছেন,গোবিন্দ চন্দ্র বিশ্বাস একই উপজেলার চতিয়া গ্রামের গোবিন্দ চন্দ্র বিশ্বাসের মুক্তিযোদ্ধার সনদের ফটোকপি সংগ্রহ করে। তা থেকে তিনি নকল মুক্তিযোদ্ধার সনদ তৈরী করেন। গোবিন্দ চন্দ্র বিশ্বাস সিংড়া গ্রামের বাসিন্দা হয়েও চতিয়া গ্রামের বলরাম চন্দ্র বিশ্বাসের ছেলে গোবিন্দ চন্দ্র বিশ্বাসের নাম ধরে মুক্তিযোদ্ধার সনদ সংগ্রহ করলেও ভারতীয় তালিকায় গ্রাম ও ডাকঘরের ঠিকানা না থাকাতা এলাকা বাসীর মধ্যে রহস্য সৃষ্টি করেছে। মাগুরা জেলা ও শালিখা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সহকারী কমান্ডারদের মধ্যে সিংড়া গ্রামে গোবিন্দ চন্দ্র বিশ্বাস নামে একজন মুক্তিযোদ্ধার রয়েছে। তার অতিত ইতিহাস সকলে জানা। তাহলে তিনি কোন এলাকায় মুক্তিযুদ্ধে অংশ গ্রহন করেছেন। তাছাড়া তার সাথে কারা যুদ্ধে অংশ গ্রহন করেছেন তাদের খোঁজে তদন্ত হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন। বিষয়টি নাড়া দিয়ে উঠেছে মাগুরা জেলার প্রকৃত মুক্তিযোদ্ধাদের মধ্যে। স্থানীয় সিংড়া গ্রামের ও প্রকৃত মুক্তিযোদ্ধাদের অভিমত খতিয়ে দেখলে বেরিয়ে আসতে সিংড়া গ্রামের গোবিন্দ চন্দ্র বিশ্বাসের মুক্তিযোদ্ধা হওয়ার সনদের কাহিনী।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here