মাছের সাথে শত্রুতা!

0
202

উত্তম চক্রবর্তী,মনিরামপুর(যশোর)অফিস।। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে রাজগঞ্জে বিষ প্রয়োগ করে এক গরিব চাষির ঘেরের পাঁচ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। শনিবার (২৯মে) দিবাগত রাতে মণিরামপুর উপজেলার রাজগঞ্জের শ্মশানমোড় সংলগ্ন আবু সুফিয়ানের ঘেরে ঘটনাটি ঘটে। খবর পেয়ে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহীদ তিতুমীর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত চাষি আবু সুফিয়ান উপজেলার হালসা গ্রামের আব্দুল করিম সরদারের ছেলে। ২০-২৫ বছর ধরে তিনি মশ্মিমনগর ইউনিয়নের হাকিমপুর গ্রামে বসবাস করছেন। আবু সুফিয়ান বলেন, গেল বছর শাহাপুর গ্রামের শাহীনের কাছ থেকে বছরে ৪০ হাজার টাকা চুক্তিতে দুই বছরের জন্য ঘেরটি লিজ নিয়েছি। এরপর ধার দেনা করে ৪-৫ লাখ টাকায় সাত প্রকারের পোনা দিয়েছি ঘেরে। রোববার (৩০মে) সকাল সাতটার দিকে খবর পাই ঘেরের সবমাছ মরে ভেসে উঠেছে। তবে এই ব্যাপারে ঘেরের প্রকৃত মালিক শাহীনের বক্তব্য জানা যায়নি। মশ্মিমনগর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। আবু সুফিয়ান গরিব মানুষ। ঘেরে বিষ দেওয়ায় সে মারাত্মক ক্ষতির শিকার হয়েছে। রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শহীদ তিতুমীর বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত ঘের চাষিকে অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।