মাঠে বিব্রত মাহমুদউল্লাহ

0
432

ক্রীড়া ডেস্ক : বল-ব্যাটের লড়াইকে পাশ কাটিয়ে শেষ দিকে আলোচনার টেবিলে মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেট শিকার কিংবা সতীর্থকে উইকেট পেতে সহায়তা নয়। মাঠে বিব্রতকর পরিস্থিতিতে পড়েই খবরের শিরোনামে রিয়াদের নাম।

বল ধরতে গিয়ে মাটিতে ড্রাইভ। মনের অজান্তেই পরনের ট্রাউজার কিছুটা খুলে গেল। ক্যামেরার চোখও সেদিকে। নিজে হাসলেন, সবাইকে হাসলেন মাহমুদউল্লাহ। ক্রিকেট মাঠে এমন ঘটনা নতুন কিছু নয়। তারপরও ত্রিদেশীয় সিরিজের শেষ দিনে মজার এই মুহূর্তই উপভোগ করল সমর্থকরা।

এদিকে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৭০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেছেন নাসির, মাশরাফি, সাকিব। ১টি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ ও রুবেল।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ। বিকাল ৩.৪৫টায় শুরু হয় ম্যাচটি। সরাসরি দেখাচ্ছে গাজী এবং মাছরাঙ্গা টিভি।

এক পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সানজামুল ইসলামের পরিবর্তে দলে ফিরেছেন নাসির হোসেন। এদিকে তিনটি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে নিউজিল্যান্ড। ফিরেছেন ব্যানেট ও নিশাম। সেই সাথে সিরিজে প্রথমবারের মতো খেলতে মাঠে নামছেন কিউই স্পিনার প্যাটেল।

আজকের ম্যাচটি জিতলে দুই পয়েন্ট পাবে বাংলাদেশ। আর হারলে কাটা যাবে এক পয়েন্ট। তাছাড়া জয় পেলে শ্রীলঙ্কাকে টপকে একদিনের ক্রিকেটে ছয়ে উঠে যাবে বাংলাদেশ দল।

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল:

লুক রনকি, টম ল্যাথাম (অধিনায়ক), নিল ব্রুম, রস টেলর, কোরি অ্যান্ডারসন, কলিন মুনরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল সেনানিয়ার, হামিশ বেনেট, জিতান প্যাটেল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here