মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নিয়ন্ত্রণহীন: দুদক

0
391

নিজস্ব প্রতিবেদক : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে নিয়ন্ত্রণহীন বললেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ চৌধুরী। রবিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে আয়োজিত ‘মাদকের ভয়াবহ আগ্রাসন: আমাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

ইকবাল মাহমুদ চৌধুরী বলেন, ‘যদিও এটা দুদকের কাজ নয়, তারপরও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃপক্ষের কাছে মাদক ব্যবসায়ীদের তালিকা চেয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলো তালিকা পেলেও তাদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে দেখি কোনও ঠিকানা সঠিক নয়।’

এ সময় তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নিয়ন্ত্রণহীন কিনা-সে প্রশ্ন তোলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘কারা মাদক ব্যবসা করছে অধিদফতর জানবে না, সেটা হতে পারে না। আমার কাছে ৩৬৫ জন মাদক ব্যবসায়ীর তালিকা আছে। যাদের মধ্যে অনেকে ক্ষমতাধর। আমি তাদের বলতে চাই, হয় মাদক ব্যবসা ছাড়বেন নয়তো জেলে যেতে হবে।’

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কর্তৃপক্ষকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আমি আপনাদের এক মাস সময় দিতে চাই। এর মধ্যে মাদকব্যবসায়ীদের সঠিক ঠিকানা দুদককে দিতে হবে। কমিশন সজাগ রয়েছে। মাদকব্যবসায়ীদের কোনও ছাড় দেওয়া হবে না।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দন আহমেদ চৌধুরী, মাদকদ্রব্য অধিদফতরের মহাপরিচালক সালাহ উদ্দিন মাহমুদ প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ড. অরূপ রতন চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here