মাদক বিরোধী সমাবেশে ডিআইজি মনির-উজ-জামান ॥ বাংলাদেশ থেকে মাদক ও জঙ্গীবাদকে বিদায় দিতে হবে

0
524

ডিএম কামরুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : বাঙ্গালীরা বীরের জাতি কোন অন্যায় কুসংস্কার ও দেশ বিরোধীদের কাছে মাথা নত করবো না। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশ। আমরা বিনা অস্ত্রে এই দেশকে স্বাধীন করেছি। ২০৪১ সালের মধ্যে বিশ্বের উন্নয়নশীল দেশের মধ্যে বাংলাদেশ থাকবে শীর্ষ স্থানে। তবে আমাদের দেশ থেকে মাদক জঙ্গীবাদকে বিদায় দিতে হবে। মাদক একটি সামাজিক ব্যাধি, এটি সমাজ তথা রাষ্ট্র থেকে সহজে দুর করা সম্ভব নয়, মাদকসেবী ধ্বংস করে তার পরিবারকে এবং মাদক ব্যবসায়ী ধ্বংস করে গোটা জাতিকে। অপরদিকে সন্ত্রাসবাদ একটি রাষ্ট্রের জন্য হুমকি। সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে কোন জনগনকে জিম্মি করতে দেওয়া হবে না। সকল শিক্ষা প্রতিষ্ঠানে সভা সমাবেশে মাদক ও জঙ্গীবাদের বিরুদ্ধে কথা বলতে হবে। তাই প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি সহ সকল শ্রেনী পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা এই জেলা মাদক ও জঙ্গী মুক্ত হবে। খুলনা রেঞ্জ ডিআইজি মনির-উজ-জামান পিপিএম বার বিপিএম গতকাল বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সদর থানা পুলিশের আয়োজনে মাদক ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন পিপিএম বারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন, জেলা আ’লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, জেলা কমিনিটি পুলিশিং ফোরামের সভাপতি সমাজ সেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু বকর সিদ্দিক, ঘোনা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, অতি: পুলিশ সুপার কেএম আরিফুল হক, সহকারী পুলিশ সুপার মেরিনা আক্তার, সদর থানা ওসি ফিরোজ হোসেন মোল্ল্যা, সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, চেয়ারম্যান মোফাজ্জার হোসেন, জেলা মহিলা আ’লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর জোৎস্না আরা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মারুফ হাসান মিঠু, সম্পাদক মীর মোস্তাক আলী, সহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here