মাদক যদি না থাকে সন্ত্রাস থাকবে না, জঙ্গীবাদ থাকবে না-ডিআইজি এসএম মনির-উজ-জামান

0
734

আরিফুজ্জামান আরিফ, বাগআঁচড়া, যশোর : খুলনা রেঞ্জ ডিআইজি এসএম মনির-উজ-জামান বিপিএম, পিপিএম বলেছেন, যারা দেশটাকে ভালোবাসেন তারা আসুন সকলে মিলে মাদককে না বলি। মাদক যদি না থাকে সন্ত্রাস থাকবে না, জঙ্গীবাদ থাকবে না। আমরা শান্তি চাই, সম্মৃদ্ধি চাই, উন্নত দেশ চাই। আমরা গড়ব আগামী দিনের বাংলাদেশ, যে দেশের স্বপ্ন দেখে ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের মানুষ যদি এক হয় তা হলে শক্তিশালী, সম্মৃদ্ধি ও জঙ্গীবাদ মুক্ত জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়তে পারবো। আমাদের লক্ষ্য জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার। আমাদের অঙ্গীকার মাদক মুক্ত বাংলাদেশ গড়ার। কারণ মাদক যদি না থাকে তা হলে জঙ্গিবাদ থাকবে না সন্ত্রাস থাকবে না। আজকের এই উন্নয়নের বাংলাদেশ সম্মৃদ্ধ বাংলাদেশ হয়েছে একটি মানুষের কারণে তিনি হলেন জাতীর জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশ জনতা যদি একহয়ে কাজ করতে পারে তাহলে দেশ হবে মাদক মুক্ত বাংলাদেশ, জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ। বৃহস্পতিবার বিকালে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় চত্তরে মাদক ও জঙ্গির প্রতিকার বাংলাদেশ পুলিশের অঙ্গীকার শীর্ষক পুলিশ জনতার এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীনের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আনিসুর রহমান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আলতাফ হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যাক্ষ ইব্রাহিম খলিল, অহিদুজ্জামান, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাউল হক, শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, বেনাপোল পোর্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান, ঝিকরগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সালেহ মাসুদ করিম, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল, কায়বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, উলাশী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আইনাল হক, শার্শা ইউনিয়নের চেয়ারম্যান সোহারব হোসেন ও বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটন সহ এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্ব স্তরের জনসাধারণ। সবশেষে দেশের নামীদামি শিল্পীদের অংশ গ্রহণে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here