মানুষ আল্লাহভীরু হলে সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে : চরমোনাই পীর

0
373

নিজস্ব প্রতিবেদক : চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, মানুষ আল্লাহভীরু হলে দেশের সর্বস্তরে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। চরমোনাই দরবার শরীফে লাখ লাখ মানুষের জমায়েত দুনিয়াবি কোনো স্বার্থসিদ্ধির জন্য নয় বরং আল্লাহর পরিচয় লাভ করে দুনিয়া ও আখিরাতে মুক্তি লাভের জন্য। পীর সাহেবের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে মঙ্গলবার বাদ জোহর শুরু হয় চরমোনাই পীরের তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল।

উদ্বোধনী বয়ানে পীর সাহেব আরও বলেন, দুনিয়ার ক্ষমতা ও রাজত্ব ক্ষণস্থায়ী। দুনিয়ার ক্ষণস্থায়ী ক্ষমতা পেয়ে মহাবিশ্বের একচ্ছত্র ক্ষমতার অধিকারী মহান আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। যারা এমনটি করেন, তারা দুনিয়া ও আখিরাত উভয় জগতেই লাঞ্ছিত হবেন।

এদিকে চরমোনাই মাহফিলে আগত মুসল্লিদের স্বাস্থ্যসেবা দেয়ার জন্য ১০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী মাহফিল হাসপাতাল স্থাপন করা হয়েছে। এখানে সার্বক্ষণিক চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
আগামী শুক্রবার সকাল ৮ টায় আখেরি মোনাজাতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হবে বলে জানিয়েছেন মাহফিলের মিডিয়া সমন্বয়কারী কে.এম. শরীয়াতুল্লাহ।
অপরদিকে মাহফিলের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বরিশালের পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান।