মালয়েশিয়ায় ভয়াবহ হ্যাকিং, সব নাগরিকের মোবাইল ডাটা চুরি!

0
359

ম্যাগপাই নিউজ ডেস্ক : দক্ষিণ-পূর্ব এশিয়ার মালয়েশিয়ায় বড় ধরনের হ্যাকিংয়ের ঘটনা ঘটেছে। দেশটির সব নাগরিকের মোবাইল ডাটা চুরি করেছে হ্যাকাররা।

ওই হ্যাকিংয়ের ঘটনায় মালয়েশিয়ার ৪ কোটি ৬০ লাখের বেশি মোবাইল ফোনগ্রাহকের ডাটা চুরি হয়ে গেছে। ফাঁস হওয়া ডাটার মধ্যে দেশটির মোট জনসংখ্যার ৩ কোটি ২০ লাখের মোবাইল নম্বর, ইউনিক ফোন সিরিয়াল নম্বর এবং বাসার ঠিকানা রয়েছে।

মালয়েশিয়ার কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশন (এমসিএমসি) চুরির ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছে।

মালয়েশীয় প্রযুক্তি সংবাদ সাইট লোইয়াটডটনেট সর্বপ্রথম এই ডাটা চুরির খবর প্রকাশ করে। এ সাইটটি জানতে পারে কেউ একজন অপ্রকাশিত সংখ্যক বিটকয়েনের বিনিময়ে ব্যক্তিগত তথ্যের বিশাল এক ডাটাবেজ বিক্রি করতে চাচ্ছে। এতে অন্তত ১২টি মালয়েশীয় টেলিযোগাযোগ অপারেটরের গ্রাহকদের তথ্য ব্যক্তিগত রয়েছে।

এছাড়া হ্যাকাররা মালয়েশিয়ান মেডিকেল কাউন্সিল, মালয়েশিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন, অ্যাকাডেমি অব মেডিসিন মালয়েশিয়া, মালয়েশিয়া হাউজিং লোন অ্যাপ্লিকেশনস, মালয়েশিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশন, ন্যাশনাল স্পেশালিস্ট রেজিস্টার অব মালয়েশিয়া এবং চাকরি খোঁজার প্লাটফর্ম জবস্ট্রিটডটকম থেকেও বিশাল পরিমাণ ডাটা চুরি করেছে বলে জানায় প্রযুক্তিবিষয়ক সাইটটি।

লোইয়াটডটনেট বলে, তারা ১৮ অক্টোবর মালয়েশিয়ার যোগাযোগ পর্যবেক্ষকদের এ বিষয়ে অবহিত করে আর এমসিএমসি বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here