মালয়েশিয়ায় ১,১০১ জন বাংলাদেশী শ্রমিক আটক

0
359

ম্যাগপাই নিউজ ডেক্স : গত পহেলা জুলাই থেকে শুরু করে টানা কয়েকদিন মালয়েশীয় কর্তৃপক্ষ সে দেশে অবৈধ শ্রমিক পাকড়াও অভিযান চালিয়েছে। আর এতে মঙ্গলবার পর্যন্ত প্রাপ্ত খবরে জানা গেছে, ২৮৩২ জন অবৈধ বিদেশী শ্রমিককে মালয়েশীয় কর্তৃপক্ষ আটক করেছে। আটক শ্রমিকদের তালিকায় বাংলাদেশ সবার উপরে অর্থাৎ ১,১০১ জন বাংলাদেশী শ্রমিককে আটক করা হয়েছে। এছাড়া ইন্দোনেশিয়ার ৬৫৮ জন, মিয়ানমারের ২২৩, থাইল্যান্ডের ৯৮ জন ছাড়াও আরও কয়েকটি দেশের অবৈধ শ্রমিকরা আটকের তালিকায় রয়েছেন। মালয়েশীয় কর্তৃপক্ষ চাচ্ছে- যতো শিগগির সম্ভব আটককৃতদের স্ব স্ব দেশে ফেরত পাঠানোর জন্য। এমত পরিস্থিতিতে বাংলাদেশসহ অন্যান্য সংশ্লিষ্ট দেশের ক‚টনীতিকদের সাথে মালয়েশীয় কর্তৃপক্ষ আগামী ১৭ জুলাই কুলায়ালামপুরে বৈঠক করবেন বলে সময় নির্ধারিত হয়েছে।

এদিকে, যারা বিমান পথে বৈধ প্রক্রিয়ায় মালয়েশিয়া গেছেন তাদের কোনো সমস্যা হয়ে থাকলে তা যেন পুনঃবিবেচনা করা হয়-বাংলাদেশের এমন একটি অনুরোধের পরিপ্রেক্ষিতে মালয়েশীয় কর্তৃপক্ষ এ বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দিয়েছে। তবে সাগর পথে বা অবৈধ পন্থায় যারা গেছেন তাদের ক্ষেত্রে কি হবে তা নির্ধারিত হবে ১৭ জুলাইয়ের বৈঠকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here