মাশরাফির জ্বর নিয়ে চিন্তার কিছু নেই

0
382

ক্রীড়া ডেস্ক: ‍মাশরাফি বিন মুর্তজাশুরু থেকেই ফিটনেস ক্যাম্পের তিনি মধ্যমণি। তবে মঙ্গলবার হঠাৎ করেই সবাইকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। জ্বরের কারণে অনুশীলনের মাঝপথে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের পাশেই নিজের বাসা চলে গিয়েছিলেন তিনি। ঢাকায় এখন চিকুনগুনিয়া মহামারীতে রূপ নিয়েছে। তাই মাশরাফিকে নিয়ে দেখা ‍দিয়েছিল উদ্বেগ। তবে বাংলাদেশের সফলতম অধিনায়ককে নিয়ে চিন্তার কিছু নেই। চিকুনগুনিয়া নয়, সাধারণ জ্বর হয়েছে তার।

আজ বুধবারই মিরপুর স্টেডিয়ামে চলে আসেন মাশরাফি। অবশ্য অনুশীলন করেননি, আড্ডায় মেতে উঠেছেন সাংবাদিকদের সঙ্গে। নিজেই জানিয়েছেন, জ্বর কমে গেলেও কোমরে সামান্য ব্যথা আছে। বৃহস্পতিবার অনুশীলনে ফেরার আশা বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের, অবশ্য কোমরে ব্যথা না থাকলে। যদিও চিকিৎসক দুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন তাকে।

মাশরাফি বাদে বাকি সবাই অনুশীলন করেছেন আজ। অস্ট্রেলিয়া থেকে ফিরে ঘাম ঝরিয়েছেন এইচপি দলের ক্রিকেটাররাও।

ফিটনেস ট্রেনিং শেষে কয়েকজন ক্রিকেটার দুই দলে ভাগ হয়ে ফুটবল খেলেছেন অ্যাকাডেমি মাঠে। টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের দলে ছিলেন সাকলায়েন সজীব, মোসাদ্দেক হোসেন, সানজামুল ইসলাম, নাসির হোসেন, সাব্বির রহমান। তাদের প্রতিপক্ষ ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, আল-আমিন, শফিউল ইসলাম, তাইজুল ইসলাম, সৌম্য সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here