মাস্ক না পরলে পণ্য বিক্রি নয় : দোকান মালিক সমিতি

0
370

অনলাইন ডেস্ক : মাস্ক না পরলে পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আজ রবিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়।

করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণ ঠেকাতে নড়েচড়ে বসেছে দেশের সব মহল। সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে, এমন সব স্থানেই চলছে কড়াকড়ি আরোপের প্রস্তুতি।

এরই অংশ হিসেবে গত সপ্তাহে মন্ত্রিসভায় নির্দেশনা দেয়া হয়, মাস্ক ছাড়া সরকারি বেসরকারি কোনও সেবাই দেয়া হবে না। এ নির্দেশনার আওতায় আছে অফিস, হাটবাজার, শপিংমল, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও ধর্মীয় সম্মেলন।
এরপরও বিপণিবিতান বা বাজারগুলোতে মাস্ক পরতে অনীহা দেখা গেছে সাধারণ মানুষের মধ্যে। মাস্ক না পরার নানা ধরনের অজুহাতও দিচ্ছেন তারা।

তারা বলেন, মাস্ক পড়লে অস্থির লাগে। দমবন্ধ হয়ে আসে। অনেক গরম লাগে। তাই পরি না।

এরই ধারাবাহিকতায় আজ রবিবার দোকান মালিক সমিতির সংবাদ সম্মেলনেও বিপণিবিতান আর শপিংমলে মাস্ক পরা বাধ্যতামূলক করে নির্দেশনা জারি করা হয়। সমিতির পক্ষ থেকে জানানো হয়, মাস্ক ছাড়া বিপণিবিতানে এলে কোনও সেবাই দেয়া হবে না।

তারা বলেন, ২০২১ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত কেউ মাস্ক ছাড়া এলে আমরা তাদের কোনও সেবা দেব না।