মায়ের হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে

0
299

পাইকগাছা প্রতিনিধি : মায়ের হত্যার বিচার চেয়ে প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কলমিবুনিয়া গুচ্ছ গ্রামের মৃত শাহজাহান গাজীর ছেলে আলমগীর গাজী রোববার সকালে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শ্রীকন্ঠপুর গ্রামের মৃত মেহের বিশ্বাসের ছেলে আরশাদ বিশ্বাস (৪৫) ও তার সহযোগীরা গভীর রাতে হত্যা করতে পারে বলে সংবাদ সম্মেলন উল্লেখ করেন। সে বিভিন্ন সময় তার মাকে কুপ্রস্তাব দিত। এক পর্যায়ে কয়েক মাস পূর্বে তার মা আলেয়া বেগম আরশাদকে বাঁকা বাজারে লাঞ্চিত করে বলে প্রতিশোধ হিসেবে এ ঘটনা ঘটাতে পারে। সে সরকার দলীয় নেতা হওয়ার কারণে তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। গত ২৩ জানুয়ারি নিহতের ভাই মামলার ১নং সাক্ষী ইউনুসকে মোবাইল ফোনে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করে। এমনকি অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও খুন জখমের হুমকি দেয়। এ অভিযোগে ইউনুস পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরী করেছে। যার নং- ১০৭১, তাং- ২৫/০১/২০২০। আলমগীর সংবাদ সম্মেলনে জানমালের নিরাপত্তা ও ন্যায় বিচারের দাবীতে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।