মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩৬, আহত ১০০

0
388

ম্যাগপাই নিউজ ডেক্স : মিসরের উপকূলবর্তী শহর আলেকজান্দ্রিয়ায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৬ জন নিহত এবং অন্তত ১০০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার এই দুর্ঘটনা ঘটে।

আলেকজান্দ্রিয়ার খোরশেদ স্টেশনের কাছে এসে ট্রেন দুটি সংঘর্ষ হয়। কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কায়রো থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে পোর্ট সাইদ থেকে আসা আরেকটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ২০ জন নিহত এবং ১০০ জন আহত হওয়ার খবর জানালেও পরে ৩৬ জনের নিহত হওয়ার তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত ভিডিওতে ঘটনাস্থলে মানুষের ভিড় এবং মাটিতে লাশ পড়ে থাকতে দেখা যায়। দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মিসরের যোগাযোগমন্ত্রী জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে ২০১৩ সালে একটি ট্রেনের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়।

মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে ২০০২ সালে, অন্তত ৩৭০ জনের মৃত্যু হয়। খবর ইন্ডিপেনডেন্ট, বিবিসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here