মুক্তিপনের দাবীতে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মাথাভাঙ্গা নদী থেকে তিন জেলেকে অপহরন করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা

0
387

ডিএম কামরুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : মুক্তিপনের দাবীতে সুন্দবন সাতক্ষীরা রেঞ্জের মাথাভাঙ্গা নদী থেকে তিন জেলেকে অপহরন করেছে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা। দেড় লাখ টাকা মুক্তিপনের দাবিতে বুধবার ভোরে সুন্দবনের গোলখালী এলাকা সংলগ্ন মাথাভাঙ্গা নদী থেকে তাদের অপহরন করা হয়।
অপহৃত জেলেরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশ্বেখালী গ্রামের মৃত আব্দুল সরদারের ছেলে আব্দুস সালাম সরদার (৩৫), একই এলাকার মৃত আজিম উদ্দীনের ছেলে রমজান আলী (৪০) ও একই উপজেলার কেওড়াতলা গ্রামের নিরঞ্জন মন্ডল (২৮)। ফিরে আসা জেলে পাশ্বেখালী গ্রামের আইয়ুব আলীর ছেলে বাবু জানান, কৈখালী বন অফিস হতে অনুমতি নিয়ে সুন্দবনের গোলখালী এলাকা সংলগ্ন মাথাভাঙ্গা নদী বুধবার ভোরে মাছ ধরার সময় দেড় লাখ টাকা মুক্তিপনের দাবিতে বনদস্যু রবিউল বাহিনীর সদস্যরা উক্ত তিন জেলেকে অপহরন করে।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ সহকারী বন-সংরক্ষক মাকছুদুল আলম জানান, জেলে অপহরনের বিষয়ে এখনও পর্যন্ত কেউ কোন অভিযোগ করেননি।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, অপহৃতদের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও পর্যন্ত অবহিত করা হয়নি। অবহিত করলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here