মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে শিক্ষার্থীদের সম্পদে পরিনত করতে হবে-প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী 

0
467

ডিএম কামরুল ইসলাম সাতক্ষীরা প্রতিনিধি : প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী মো: মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমান সরকার শিশুদের ঝরে পড়া রোধে কার্যকর পদক্ষেপ গ্রহন করেছে। শিক্ষার্থীদের উপবৃত্তি, মিড-ডে মিল্ক চালুসহ একাধিক প্রকল্প কার্যকর করা হচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের জরার্জীন ভবন নির্মানসহ প্রতিটি ঝুকিপুর্ন স্কুলে প্রাচির নির্মান করার ব্যবস্থা গ্রহন করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। মন্ত্রী বলেন, শিক্ষকদের দেশপ্রেমে উদ্বর্ধ হয়ে শ্রেণীকক্ষে পাঠদান করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে শিক্ষার্থীদের সম্পদে পরিনত করতে হবে। তিনি বলেন,বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকলে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদসহ দুনীতিতে চাম্পিয়ান হয়। আর শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশের মানুষ সার বিদ্যুৎ পায়,বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাই দেশের উন্নয়ন হয়। মন্ত্রী মোস্তাফিজুর রহমান রোববার বিকেলে সাতক্ষীরায় শিক্ষকদের এক সমাবেশে এসব কথা বলেন।সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের আয়োজনে শিল্পকলা একাডেমিতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও প্রধান শিক্ষকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দীন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মীর মোস্তাক আহমেদ রবি এমপি, এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ এম পি, এ্যাড. মনরঞ্জনশীল গোপাল এম পি, নাজমুল হক প্রধান এম পি, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে জেলার প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা, ও প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী কলারোয়া উপজেলার একাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here