মুজিববর্ষ ক্ষণগণনায় যশোরে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত

0
275

নিজস্ব প্রতিবেদক, যশোর: রাজধানীর তেঁজগা প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রীর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুজিববর্ষ ক্ষণগণনার উদ্বোধন পর যশোরে হাজারো কণ্ঠে জাতীয় সংগীত ও জয় বাংলা স্লোগান দেয়া হয়। আজ শুক্রবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শহরের টাউনহল মাঠে বর্ণাঢ্য আয়োজন করা হয়।

এতে যশোরের হাজারো মানুষ অংশ নেন। অনলাইনের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রীর উদ্বোধন, আলোচনা ও জাতির পিতার বিমান অবতারণ চিত্র দেখার পর হাজারো কণ্ঠে জাতীয় সংগীত ও জয় বাংলা স্লোগান দেয়া হয়। এরপর কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশিত হয়।

জেলা প্রশাসনের এ আয়োজনে অংশ নেন যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, পুলিশসুপার আশরাফ হোসেন, যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল আলীম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, জেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা রবিউল আলম, সংবাদপত্র পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌল্লা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, প্রধান শিক্ষক শ্রবাণী সুর ও আহসান হাবিব পারভেজ।