মুশফিকের অপরাজিত দেড়শ, বাংলাদেশ ৪০০/৭

0
342
Bangladesh cricketer Mushfiqur Rahim celebrates his century during the first day of the second Test cricket match between Bangladesh and Zimbabwe at the Sher-e-Bangla National Cricket Stadium in Dhaka on November 11, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP) (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

ক্রীড়া ডেস্ক : রোববার প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেসময় ব্যাট হাতে মাঠে নামেন মুশফিকুর রহীম। মুমিনুল হকের সাথে চতুর্থ উইকেট জুটিতে রেকর্ড রানের পার্টনারশিপ গড়ে দলকে তুলে আনেন খাদের কিনারা থেকে।

প্রথম দিন শেষে সেঞ্চুরি করে মুমিনুল আউট হয়ে গেলেও অপরাজিত ছিলেন মুশফিক। দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ব্যক্তিগত দেড়শ রানের কোটা পার করে ফেলেছেন টাইগারদের সাবেক এই অধিনায়ক। মুমিনুলও আউট হয়েছেন ১৬১ রান করে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিকের সংগ্রহ ১৫১ রান। বাংলাদেশের ৭ উইকেটে ৪০০ রান। এ নিয়ে তৃতীয়বারের মতো টেস্টে দেড়শ রানের কোটা পার করলেন মুশফিক।

লড়াকু এই দেড়শ রানের পথে তিনি খেলেছেন ৩৩৬ বল। চার মেরেছেন ১৩টি। তার ব্যাটে ভর দিয়ে বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

প্রথমবার ২০১৩ সালে গলে, শ্রীলঙ্কার বিপক্ষে। সেটিকে অবশ্য দ্বিশতকে পরিণত করেছিলেন তিনি। ড্র হওয়া ম্যাচটিতে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন তিনি।

আর গেল বছর ওয়েলিংটনের নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫৯ রানের অসামান্য এক ইনিংস খেলেছিলেন তিনি। যদিও ম্যাচটি শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here