মুসলিম বিশ্বের শীর্ষ ধনী নারী সৌদির ফাতিমা

0
423

ম্যাগপাই নিউজ ডেস্ক : মুসলিম বিশ্বের শীর্ষ ধনী নারীদের স্থানে জায়গা দখল করেছেন সৌদি প্রিন্স শেখ আবদে আল মাহমুদের স্ত্রী ফাতিমা কুলসুম জোহর গোদাবরী। সে সাথে এই নারীর কিছু ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়াতে তাকে বিশ্বে সুন্দরী বলেও আখ্যা দিয়েছে ওয়েবসাইট কর্তৃপক্ষ।

মালয়েশিয়ান রিভিউ নামের একটি ওয়েবসাইট ফাতিমার রূপ বর্ণনা করে বলেছে, তিনি বিশ্ব সুন্দরী প্রতিযোগীতায় অংশগ্রহণ করলে বিশ্ব সুন্দরীর মর্যাদা পাবেন। তার মুখোয়াবয়েব সত্যিই মিরাকল, সৃষ্টিকর্তার অপরূপ সৃষ্টি।

এদিকে ফাতিমা কুলসুম হলেন সৌদি আরবের সাবেক রাজকন্যা। জানা যায়, তিনি ১৯৮৬ সালে ২২ অক্টোবর ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন। সম্প্রতি তিনি এমবিএ পাশ করেছেন।

তেল সমৃদ্ধ দেশ সমূহের জোট ওপেক-এর হিসেবে তিনি তেল বিক্রেতাদের মধ্যে শীর্ষ। মুসলিম বিশ্বের শীর্ষ ধনী নারীদের স্থানেও তিনি জায়গা দখল করেছেন।

সৌদি রাজপরিবারের সূত্র দিয়ে আর্ন্তাজাতিক গণমাধ্যম মাধ্যম বলছে, ফাতিমা সম্প্রতি বিভিন্ন দাতব্য সংস্থার সঙ্গেও কাজ করছেন। বিশেষ করে সৌদি আরবে নারীদের ইস্যুতেও তিনি বেশ সরব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here