মুস্তাক মুহাম্মদ এর শশীলতা কবিতাগুচ্ছ – ৭

0
529

প্রতি মুহূর্তে শুধু শশীলতা

এখন আর কেউ বলে না রাত জেগো না

শিশুর মতো আমার বুকে ঘুমিয়ে পড়ো না,

সকালে উঠতে তোমার দেরি হবে

খোলা বাতাসে হাঁটতে তোমার যেতে হবে।

দুপুরে লাঞ্চ করেছি কিনা কেউ জিজ্ঞাস করে না

আসবে কখন- একটু তাড়াতাড়ি এসো কেউ বলে না।

কলিং বেল বাজতেই আর দরজা খোলে না

অপেক্ষায় দাঁড়িয়ে থাকি তোমার ভাবনা।

আমার কেনো এতোগুলো না- না

প্রতি মুহূর্ত ভরা শুধু শশীলতা।

বনের পাখি কখনো মায়ায় পড়ে না

মনের ঘরে পুষেছিলাম আজব এক পাখি

পাখি যত কাছে আসে আরো কাছে চাই

মানে না দিবা রাত্রি।

পাখি শুধু উড়ে উড়ে যায়

সাথে করে পরানটা নিয়ে যায়।

পাখি, এমন করে আর যেয়ো না

হয়তো একদিন ফিরে এসে আর পাবে না।

অভিমানে মুখটি লুকায়ে যাবে

তখন আমি অচিন পথের যাত্রী।

সখের বসে এমন পাখি কেউ পুষো না

বনের পাখি কখনো মায়ায় পড়ে না।

বিশ্বাসের কাঠগড়া

তোমার কাছে আমার কথার হয় নি মূল্য

আমার নিয়ে তোমার কোনো হয় নি প্রতিক্রিয়া!

এই কথাটা জেনে রেখো ভালোবাসি তাই

মনের কোণে আমার জন্য জায়গা রেখো।

মিথ্যা নয় সত্য করে বলছি তোমার

বিশ্বাসের কাঠগড়ায় বন্দি আমি-

ভালোবাসি তোমার আমি ভালোবাসি

চাঁদ তারাকে স্বাক্ষী রেখে ভালোবাসি।

ভালোবাসার খাসমহল

বুকের ভেতর জমা আছে ভালোবাসা

তাই লক্ষ্ যোজন দূরেতেও ভালো থাকা

প্রতি মুহূর্তে তোমার ছবি বুকে আঁকা

তুমি যে আমার ভালোবাসার শশীলতা।

চাঁদ তারা তো চাই নি আমি

চাই না তাজমহল

তুমি- আমি মিলে গড়ব

ভালোবাসার খাসমহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here